ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ অ-১৫ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক মারিয়া মান্দা

‘জিতলে শিরোপা উৎসর্গ করতে চাই প্রয়াত সাবিনাকে’

প্রকাশিত: ০৫:২৬, ২৪ ডিসেম্বর ২০১৭

‘জিতলে শিরোপা উৎসর্গ করতে চাই প্রয়াত সাবিনাকে’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ফাইনালে যদি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে আমরা ট্রফিটা উৎসর্গ করতে চাই আমাদেরই এক সাথী, যে আজ পৃথিবীতে নেই সেই সাবিনা ইয়াসমিনকে। সাবিনা আজ আমাদের সঙ্গে থাকতে পারত। সে থাকলে আমাদের দলটা আরও শক্তিশালী হতো। আমরা সবাই সাবিনার জন্যই খেলব।’ ’কথাগুলো মারিয়া মান্দার। বাংলাদেশ অ-১৫ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার-অধিনায়ক। সাফ অ-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ স্বাগতিক বাংলাদেশ মোকাবেলা করবে ভারতকে। ২০১৫ সালে এএফসি অনুর্ধ-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে ভারতকে দু’বার হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপপর্বে ৩-১ এবং ফাইনালে ৪-০ গোলে। এবারও তাদের ভিন্ন আসরে কিন্তু প্রায় একই দল নিয়ে হারিয়ে তাদের হ্যাটট্রিক তেতো হারের স্বাদ উপহার দিল লাল-সবুজরা। এই আসরে লীগ ম্যাচে নেপালকে ৬-০, ভুটানকে ৩-০ এবং ভারতকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এখনও অপরাজিত থাকার পাশাপাশি একমাত্র দল হিসেবে কোন গোলও হজম করেনি তারা। পক্ষান্তরে ভারত লীগ ম্যাচে ভুটানকে ৩-০ এবং নেপালকে ১০-০ গোলে হারায়। এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল (১৩টি) করেছে তারাই। বাংলাদেশ দলের প্লাস পয়েন্ট হচ্ছেÑ এই আসরে তাদের একাধিক ফুটবলার (৬ জন) গোল করেছে। তহুরা ও আনুচিং ৩টি করে, মনিকা ও আঁখি ২টি করে, সাজেদা ও শামসুন্নাহার ১টি করে। এটাই কোচ ছোটনের জন্য ভরসার কথা। এই আসরে বাংলাদেশ দলে খেলার কথা ছিল সাবিনা ইয়াসমিনের। ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুরের মেয়ে সে। গত ২৬ সেপ্টেম্বর মাত্র তিনদিনের আকস্মিক জ্বরে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাবিনার মৃত্যু হয়। তার অকাল মৃত্যুতে কলসিন্দুর গ্রামে নেমে আসে শোকের ছায়া। অনুর্ধ-১৫ মহিলা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল তার পরদিনই। তার মৃত্যু গভীর নাড়া দিয়ে গেছে মারিয়া, তহুরা, মারজিয়াদের। কেননা তারাও একই গ্রামের। সেজন্য শনিবার বাফুফে ভবনে বসে প্রয়াত বান্ধবীর স্মৃতি ফিরিয়ে আনলো মারিয়া। ফাইনাল নিয়ে কি ভাবছে মারিয়া? ‘আমরা গত তিনটা ম্যাচ জিতেছি। সামনে ফাইনাল। আমরা ভাল খেলার চেষ্টা করব। আর আমাদের যতটুকু সামর্থ্য আছে, আমরা সেটা দিয়েই খেলব। ভারত শক্তিশালী, আমরাও শক্তিশালী। গত তিনটা ম্যাচ ভুলে ফাইনালে গিয়ে আমরা কিভাবে চ্যাম্পিয়ন হব, যে মিসগুলো হয়েছে, সেগুলো কিভাবে ঠিক করব, আমরা সেগুলো নিয়েই ভাবছি। ভারত শক্তিশালী, আমরাও সেভাবে প্রস্তুতি নিয়েছি।’ মারিয়া আরও জানায়, ‘আমাদের চিন্তা থাকবে ফাইনালে ১৫ মিনিটের মধ্যে গোল করার। দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলার ভাবনা, ‘গত তিন ম্যাচে যেভাবে খেলছি, ফাইনালেও সেভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চাই। ফাইনালে আমাদের ওপর বাড়তি কোন চাপ নেই। বরং আমাদের প্রতি সবার, দেশবাসীর সমর্থন আছে। এবার লীগ ম্যাচে একবার ওদের হারিয়েছি, এটা আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে। তবে জানি, ফাইনালে ওরাও ফাইট করবে। কিন্তু আমরা নিজেদের খেলাটা খেলে জিততে চাই।’ দলের অপর মিডফিল্ডার মনিকা চাকমার অভিমত, ‘একবার ওদের হারিয়েছি, আবারও হারাতে চাই। নিজেদের মধ্যে আমরা আলোচনা করেছি। আগের ম্যাচে যে ভুল হয়েছে সেটা নিয়ে কোচ আমাদের কাজ করিয়েছেন। লীগ ম্যাচে ওদের সঙ্গে গোল করেছিলাম, ফাইনালেও গোল করতে চাই।’ মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমার মন্তব্য, ‘মূল লক্ষ্য ছিল ফাইনাল খেলা। এখন আমরা বিজয় নিয়ে মাঠ ছাড়তে চাই। দর্শক বেশি মাঠে আসলে আমাদের জন্য কোন চাপ হবে না। এটা আমাদের জন্য আরও বেশি অনুপ্রেরণার।’
×