ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় সিরিজ ও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ ॥ বিপিএলে নজরকাড়া ক্রিকেটাররা সুযোগ পেয়েছেন

৩২ ক্রিকেটার নিয়ে প্রাথমিক দল ঘোষণা

প্রকাশিত: ০৫:২৬, ২৪ ডিসেম্বর ২০১৭

৩২ ক্রিকেটার নিয়ে প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ও জিম্বাবুইয়ের বিপক্ষে তিনজাতি ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও দুই ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেটাররা। তিনজাতি সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য শনিবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে ৩২ ক্রিকেটার সুযোগ পেয়েছেন। ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, মোঃ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান, সাইফউদ্দিন। দল থেকেই বোঝা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) নৈপুণ্য দেখানো ক্রিকেটার এবং জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) আলো ছড়ানো ক্রিকেটাররাই প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। সঙ্গে জাতীয় দলের নিয়মিত ক্রিকেটাররা আছেনই। জাতীয় দলের নিয়মিত ক্রিকেটারদের সঙ্গে জাতীয় ক্রিকেট লীগে দুর্দান্ত খেলে এনামুল হক বিজয় জায়গা করে নিয়েছেন। নাসির হোসেনও অসাধারণ খেলেছেন। আর বিপিএলে নজর কেড়ে মোঃ মিঠুন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, নাজমুল ইসলাম অপু, আরিফুল হক, মেহেদী হাসানরা সুযোগ পেয়েছেন। অবশ্য এবার বিশেষ কোন চমক নেই। এটি প্রাথমিক দল। এরপর সিরিজ শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা করা হবে। সেই দলে কারা থাকেন, সেই দিকেই সবার নজর থাকছে। সেই দলে যদি নতুন কোন ক্রিকেটার সুযোগ পান তাহলে হবে চমক। দল নিয়ে শনিবার সকাল থেকেই আলোচনায় বসেন নির্বাচকরা। শেষে রাতে দল ঘোষণা করা হয়। দুপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানান, ‘নতুন? না। এখানে বিপিএলে যাদের পারফর্মেন্স আছে এবং ন্যাশনাল লীগেও যারা ভাল করেছে তাদের থাকার সম্ভাবনা আছে। ওরাই আছে।’ সঙ্গে যোগ করেন ‘সংখ্যা ৩০-এর বেশি হবে। এখানে আমরা সবার ফিটনেস দেখবো। যেহেতু ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। ফিটনেস দেখে কিছুদিন কন্ডিশনিং ক্যাম্প করার পর সিলেক্টররা সংখ্যাটা কমিয়ে যেটা দেবে সেটাই ওয়ানডে, টি২০ ও টেস্টের জন্য বিবেচিত হবে।’ ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের তত্ত্বাবধানে শুরুতে কয়েকদিন কন্ডিশনিং ক্যাম্প হবে। এরপর দল ছোট্ট করে আনা হবে। যেহেতু প্রধান কোচ থাকছে না তাই ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সিরিজে গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিগত দিনগুলোতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা খালেদ মাহমুদ সুজন টেকনিক্যাল বা টিম ডিরেক্টর হিসেবে দলের সার্বিক বিষয় দেখভালের দায়িত্বে থাকবেন। তিন জাতির সিরিজ খেলতে আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে জিম্বাবুইয়ে। মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে ১১ ও ১২ জানুয়ারি অনুশীলন শেষে ১৩ জানুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে বিকেএসপির ৪ নম্বর মাঠে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা। ওইদিনই ঢাকায় এসে পৌঁছাবে শ্রীলঙ্কা। ১৫ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গড়াবে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ। যেখানে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুইয়ে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি। ত্রিদেশীয় সিরিজ শেষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট দিয়ে ৩১ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। টেস্ট ছাড়াও আছে দুটি টি২০। যার শেষ হবে ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আসন্ন দুটি সিরিজকে সামনে রেখে ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। আর সেই ক্যাম্পের জন্য শনিবার বিসিবিতে প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছেন নির্বাচকরা। দলও ঘোষণা হয়ে গেছে। দলে বিপিএল ও জাতীয় দলে ভাল খেলা ক্রিকেটাররাই প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন। ডাক পাওয়া ক্রিকেটাররা ॥ তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, নাজমুল ইসলাম শান্ত, মুমিনুল হক, সাদমান ইসলাম অনিক, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান রুম্মন, মোঃ মিঠুন, সৌম্য সরকার, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, কামরুল ইসলাম রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, সানজামুল ইসলাম, আরিফুল হক, মেহেদী হাসান, সাইফউদ্দিন।
×