ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতালিকে না, কোচ ক্যাপেলোর দৃষ্টি চীনে

প্রকাশিত: ০৫:২৫, ২৪ ডিসেম্বর ২০১৭

ইতালিকে না, কোচ ক্যাপেলোর দৃষ্টি চীনে

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে আগ্রহী নন ফ্যাবিও ক্যাপেলো। ইতালিতে না গিয়ে বরং চীনে কাজ করার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করেছেন সাবেক ইংল্যান্ডের এই অভিজ্ঞ কোচ। গত জুনে চাইনিজ সুপার লীগের দল জিয়াংসু সানিংয়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন ক্যাপেলো। এই ক্লাবের সঙ্গে যে সানিং গ্রুপটি জড়িত তারাই সিরি’এ লীগে ইন্টার মিলানকে পরিচালনা করে থাকে। আজ্জুরিদের কোচের পদটি বর্তমানে খালি রয়েছে। সে কারণেই এই পদে ফেবারিটদের তালিকায় ক্যাপেলোর নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। কিন্তু ৭১ বছর বয়সী ক্যাপেলো এই ইঙ্গিতকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, আমি এখন চায়নায় আছি। এখানেই থাকতে চাই। আগামী বছর রাশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। কিন্তু দুর্ভাগ্য আজ্জুরিদের। বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ছিটকে পড়েন তারা। আর ইতালিয়ানদের ছিটকে পড়ায় চরম হতাশ ক্যাপেলো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটা খুবই হতাশার। কিন্তু ইতালিয়ান ফুটবলের জন্য এই ঘটনাটা একটা টার্নিং পয়েন্ট। এখন থেকেই ভিন্ন কিছু চিন্তা করতে হবে। ভিন্ন মেজাজে এগিয়ে যেতে হবে। দীর্ঘদিন ধরে ইতালিয়ান ফুটবলে কোন পরিবর্তন সাধিত হয়নি। কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় এসেছে। এখানে শুধু একজন মানুষ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। অভিজ্ঞদের দিয়ে পরিকল্পনা সাজাতে হবে, যারা ফুটবল বুঝে। সামগ্রিকভাবে ফুটবলকে নিয়েই ভাবতে হবে, এখানে ব্যক্তিস্বার্থ দেখলে চলবে না।’ ১৯৯০ সালে এসি মিলানে যোগ দিয়ে সিরি’এ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা উপহার দিয়েছিলেন ক্যাপেলো। স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও জিতেছেন দুটি লা লিগার শিরোপা। স্বদেশী ক্লাব রোমার হয়ে ইতালিয়ান লীগ আর জুভেন্টাসের হয়ে দুইবার সিরি’এ লীগ শিরোপা জয়ের কীর্তিও গড়েছিলেন তিনি। তার অধীনেই ২০১০ সালে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছিল ইংল্যান্ড। তিন বছর রাশিয়া জাতীয় দলকেও পরিচালনা করেছেন ফ্যাবিও ক্যাপেলো। এদিকে রাশিয়া বিশ্বকাপের টিকেট কাটতে ব্যর্থ হওয়ায় চরম হতাশ জিয়ানলুইজি বুফনও। যে কারণেই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন তিনি। এই মৌসুমের শেষে জুভেন্টাসকেও বিদায় বলে দিতে পারেন ইতালির এই তারকা গোলরক্ষক। তবে দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে প্রতিনিধিত্ব করা বুফন খেলতে চান তার ৮০ বছর বয়সেও। হ্যাঁ, এক সাক্ষাতকারে ঠিক এমনটাই জানিয়েছেন তিনি। অবসরের প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বুফন বলেন, ‘আমি কী অবসর নেব? নাকি কখনই থামব না? সত্যি বলতে অবসর প্রশ্নটার উত্তর কিভাবে দিতে হয় আমি তা জানি না। আমার কাছে মনে হয়, আমি শুধু দেশ ও ক্লাবের একজন সৈনিক। আমার কাছে সবসময় নিজের চেয়ে বৃহৎ স্বার্থটাই আগে। আমার কাজগুলোকে এভাবেই দেখি আমি।’ ৩৯ বছর বয়সী বুফন এ সময় আরও বলেন, ‘খুব সম্ভবত আমাকে থেমেই যেতে হবে কিন্তু জুভেন্টাস এবং জাতীয় দলে খেলার জন্য আমি সবসময়ই তৈরি। এমনকি আমার ৮০ বছর বয়স হলেও যদি হঠাৎ কোন গোলরক্ষকের অভাব পড়ে তাহলে আমাকে তারা ডাকতে পারে। সামান্য অনুশীলন করেই ঝাঁপিয়ে পড়ব।’
×