ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সারাবিশ্ব থেকে সেরা ১০০ ফুটবলারের তালিকায় শীর্ষে আছেন মেসি, দুইয়ে রোনাল্ডো, তিনে নেইমার, ১৬৯ বিচারকের ভোটে করা হবে ৪০ জনের চূড়ান্ত তালিকা

গার্ডিয়ানের জরিপে বর্ষসেরা ফুটবলার হচ্ছেন কে?

প্রকাশিত: ০৫:২৫, ২৪ ডিসেম্বর ২০১৭

গার্ডিয়ানের জরিপে বর্ষসেরা ফুটবলার হচ্ছেন কে?

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি বছরের নৈপুণ্য অনুসারে বিশ্বের সেরা ফুটবলার কে? এবার নিয়ে ষষ্ঠবারের মতো বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ইতোমধ্যে সারাবিশ্ব থেকে খুঁজে বের করেছে ১০০ ফুটবলার। সেজন্য ৬৩ দেশ থেকে মোট ১৬৯ জন বিচারকের একটি প্যানেল আছে। ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনাল্ডোর নেতৃত্বে সেই প্যানেলে আছেন ২৭ জন বর্তমান ও সাবেক ফুটবলার যারা দীর্ঘদিন পেশাদার ফুটবল খেলেছেন, কোচ, ব্রডকাস্টার, সাংবাদিক, লেখিয়ে ও সম্পাদকরা। তারা ভোটাভুটির মাধ্যমে নির্ধারণ করবেন চূড়ান্ত বিজয়ীকে। ইতোমধ্যেই এই প্রক্রিয়ার শুরু হয়েছে। সেরা ১০০ ফুটবলারের তালিকায় এক নম্বরে আছেন বার্সিলোনা ও আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি, দুইয়ে আছেন পর্তুগাল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তিনে আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। আশ্চর্যজনকভাবে এই তালিকার ১৫ নম্বরে আছেন এ বছর ফর্মের তুঙ্গে থাকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ এবং ১৮ নম্বরে ফ্রান্সের তরুণ তারকা এ্যান্টোনিও গ্রিজম্যান। তবে চূড়ান্ত ৪০ জনের তালিকায় অনেক রদবদল হতে পারে ভোটাভুটির পর। গার্ডিয়ান বিচারকদের প্যানেল তৈরি করেছেন আফ্রিকা মহাদেশ থেকে ২১ জন, এশিয়া থেকে ১৩, ইউরোপ থেকে ১০৩, উত্তর ও মধ্য আমেরিকা থেকে ৬ এবং দক্ষিণ আমেরিকা থেকে ২৬ জন সাবেক ও বর্তমান ফুটবলার, কোচ, সাংবাদিক, ফুটবল লেখিয়ে, ব্রডকাস্টার ও সম্পাদকদের সমন্বয়ে। এর প্রধান করা হয়েছে ১৯৯৪ ও ২০০২ বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডোকে। এছাড়া ফুটবলারদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে আছেন হারনান ক্রেসপো ও জ্যাভিয়ের জ্যানেত্তি। এই বিচারকরা সম্মানসূচক এ দায়িত্ব পালনের জন্য কোন পারিশ্রমিক পাবেন না। বিচারকরা সবমিলিয়ে বিভিন্ন দেশের শীর্ষ ঘরোয়া লীগ থেকে ৫০০ ফুটবলারের দীর্ঘ তালিকা দিয়েছিল। গার্ডিয়ান সেখান থেকে তাদের প্রথমে ৭১-১০০ পর্যন্ত, পরবর্তীতে ৪১ থেকে ৭০, ১১ থেকে ৪০ এবং সর্বশেষে ১ থেকে ১০ জনের তালিকা করতে অনুরোধ জানায়। সেটা শুক্রবার রাতেই সম্পন্ন হয়েছে। পাওয়া গেছে সেরা ১০০ জনের সংক্ষিপ্ত তালিকা। এখান থেকে চূড়ান্তভাবে শীর্ষ ৪০ ফুটবলারের তালিকা করা হবে ১৬৯ জন বিচারকের ভোটাভুটির মাধ্যমে। সেখান থেকেই সেরাদেশ কারা ওই তালিকা অনুসারেই নির্ধারিত হবে, সেরাবিশ কারা সেটাও সেখান থেকেই জানা যাবে। এর জন্য নতুন করে কোন ভোটাভুটি হবে না। সেরা ৪০ জন ফুটবলার ভোট দিয়ে নির্বাচনের ক্ষেত্রে আছে পয়েন্ট পদ্ধতি। যে বিচারক কোন ফুটবলারকে এক নম্বর হিসেবে ভোট দেবেন তিনি পাবেন সেই একটি ভোটের জন্য ৪০ পয়েন্ট। দ্বিতীয় স্থানের জন্য কেউ ভোট পেলে তার পয়েন্ট ৩৯, তৃতীয় ৩৮Ñ এভাবে ৪০তম স্থানের জন্য ভোট পাওয়া ফুটবলারের পাশে যোগ হবে ১ পয়েন্ট। ১৬৯ জনের ভোট সম্পন্ন হওয়ার পর তা যোগ করে পয়েন্ট অনুসারে ১ থেকে ৪০ নম্বর স্থান পর্যন্ত তালিকা করা হবে। তবে এই তালিকায় যে কোন ফুটবলার প্রবেশ করার জন্য অন্তত ৫ বিচারের ভোট পেতেই হবে। যদি দুইজন ফুটবলারের ভোট সমান হয় সেক্ষেত্রে টাইব্রেক করা হবে ব্যক্তিগত ভোটাভুটিতে যা উন্মুক্তভাবেই আয়োজন করা হবে। আপাতত যে ১০০ জনের তালিকা দেয়া হয়েছে সেখানে এক নম্বরে মেসি। তিনি এবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ টিকেট পাইয়ে দেন ইকুয়েডরের বিরুদ্ধে ইজ্জত বাঁচানো ম্যাচে হ্যাটট্রিক করে। তিন নম্বরে থাকা নেইমার বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড়। তিনি এ বছর স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা ছেড়ে ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) যোগ দিয়েছেন ২২২ মিলিয়ন ইউরোতে। এরপর তাদের হয়ে এখন পর্যন্ত ১৭ গোল করেছেন তিনি ২০ ম্যাচে। আর ৫ ব্যালন ডি’অর জিতে মেসির রেকর্ড ছুঁয়েছেন রোনাল্ডো। তালিকার চার নম্বরে থেকে বড় চমক ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। এ মিডফিল্ডারকে সবচেয়ে সৃজনশীল ও গোল উৎপাদক হিসেবে বিবেচনা করা হচ্ছে। সুয়ারেজ, গ্রিজম্যান ও এ্যালেক্সিস সানচেজের মতো তারকারা সেরা ১০ জনের তালিকার বাইরে আছেন আপাতত। কিন্তু চূড়ান্ত ভোটাভুটিতে তাদেরও সুযোগ আছে বর্ষসেরা হওয়ার। নিচে এই ১০০ জনের তালিকা অনুসারে সেরা ২০ জন ফুটবলারের নাম যেখানে সর্বাধিক ৬ জন ফুটবলার আছেন স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে ১) লিওনেল মেসি (বার্সিলোনা) ২) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (রিয়াল মাদ্রিদ), ৩) নেইমার (প্যারিস সেইন্ট জার্মেইন), ৪) কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ৫) হ্যারি কেন (টটেনহ্যাম হটস্পার), ৬) লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ), ৭) রবার্ট লেভানডোস্কি (বেয়ার্ন মিউনিখ), ৮) কাইলিয়ান এমবাপে (প্যারিস সেইন্ট জার্মেইন), ৯) টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ), ১০) এডেন হ্যাজার্ড (চেলসি), ১১) সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ), ১২) ইসকো (রিয়াল মাদ্রিদ), ১৩) এডিনসন কাভানি (প্যারিস সেইন্ট জার্মেইন), ১৪) পাওলো দিবালা (জুভেন্টাস), ১৫) লুইস সুয়ারেজ (বার্সিলোনা), ১৬) জিয়ানলুইজি বুফন (জুভেন্টাস), ১৭) এনগোলো কান্টে (চেলসি), ১৮) এ্যান্টোনিও গ্রিজম্যান, ১৯) মার্সেলো (রিয়াল মাদ্রিদ) ও ২০) সার্জিও এ্যাগুয়েরো (ম্যানচেস্টার সিটি)।
×