ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থনীতি সমিতির নতুন সভাপতি বারকাত

প্রকাশিত: ০৫:১৯, ২৪ ডিসেম্বর ২০১৭

অর্থনীতি সমিতির নতুন সভাপতি বারকাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অর্থনীতি সমিতি’র সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. আবুল বারাকাত ও সাধারণ সম্পাদক হয়েছেন ড. জামাল উদ্দিন আহমেদ এফসিএ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সরদার। সমিতির তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অন্যান্য পদের জন্য সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চারটি বুথে ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩২ জন প্রার্থী। আগামী দুই বছর এ কমিটি সমিতির নেতৃত্ব দিবে। আবুল কাসেম খান ঢাকা চেম্বারের সভাপতি পুনঃনির্বাচিত অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৮ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি পুনঃনির্বাচিত হয়েছেন আবুল কাসেম খান। উর্ধতন সহসভাপতি হিসেবে কামরুল ইসলাম পুনঃনির্বাচিত হয়েছেন। সহসভাপতি নির্বাচিত হয়েছেন রিয়াদ হোসেন। এছাড়া ঢাকা চেম্বারের নবনির্বাচিত পরিচালকবৃন্দ হলেন আন্দালিব হাসান, ইঞ্জিনিয়ার আল আমিন, মোহাম্মদ বাশীর উদ্দিন, নূহের লতিফ খান, এস এম জিল্লুর রহমান এবং ওয়াকার আহমেদ চৌধুরী। শনিবার ডিসিসিআইর ৫৬তম বার্ষিক সাধারণ সভায় ডিসিসিআইর পুনঃনির্বাচিত সভাপতি ও উর্ধতন সহসভাপতি এবং নবনির্বাচিত সহসভাপতি ও পরিচালকরা দায়িত্ব গ্রহণ করেন। চট্টগ্রাম চেম্বারের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ শনিবার সকালে চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) বার্ষিক সাধারণ সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে এ সভায় ২০১৬-১৭ অর্থবছর ও চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত সংন্থার নিরীক্ষণকৃত আয় ব্যয়ের হিসাব ও পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়।
×