ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জামায়াত ও হেফাজতের মুখোশ পরা নারীদের সম্পর্কে সতর্ক থাকুন॥ শাহরিয়ার

প্রকাশিত: ০৫:১৪, ২৪ ডিসেম্বর ২০১৭

জামায়াত ও হেফাজতের মুখোশ পরা নারীদের সম্পর্কে সতর্ক থাকুন॥ শাহরিয়ার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আমাদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই তো বিশ্ব ব্যাংককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় ৩ বিলিয়ন কোটি টাকা ব্যয়ে নিজেদের অর্থায়নে কাক্সিক্ষত পদ্মা সেতু করা হচ্ছে। এ সেতুর অবকাঠামো এখন দৃশ্যমান। বিদেশীদের কাছে দলের বা দেশের মানসম্মান বিকিয়ে দিয়ে আওয়ামী লীগ সরকার রাজনীতি করে না। শনিবার বাংলাদেশ যুব মহিলা লীগ চারঘাট উপজেলা শাখা আয়োজিত স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার আলম এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের অবহেলিত মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য জননেত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ গঠন করেছেন। যুব মহিলা দলের নেতাকর্মীদের সব ধরনের লোভ-লালসার উর্ধে থেকে মহিলাদের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে হবে। সমাজে কোন শিশু যাতে বাল্যবিয়ের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। টাকাপয়সার অভাবে কোন শিশুর যাতে লেখাপড়া বন্ধ না হয় সে খবর রাখতে হবে সকলকে। শাহরিয়ার আলম বলেন, জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামীর মুখোশ পরা নারীদের থেকে সাবধান থাকতে হবে। মনে রাখতে হবে, এসব মুখোশপরা জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামীর নারী আপনাদের কুপরামর্শ দিয়ে বিপথগামী করে তুলতে পারে। এদের ব্যাপারে সকলকে সর্তক থাকতে হবে। শাহরিয়ার আলম এমপি বলেন, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বার বার দরকার শেখ হাসিনার সরকার। আর শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হলে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। নিজেদের স্বার্থের জন্য দলীয় নেতাকর্মীদের কেউ বিভেদ সৃষ্টি করবেন না। দলের পদ নিয়ে দায়িত্বে অবহেলা করার কোন সুযোগ নেই। পদ নিয়ে পদের মর্যাদা যারা রক্ষা করতে পারবেন না, তারা দয়া করে চারঘাট-বাঘায় আওয়ামী লীগ করবেন না বলেও সতর্ক করেন তিনি। জেলা যুব মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা নারগিছ সুরাইয়া সুলতান শেলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য লুনা হুমায়ুন পারভিন, পারুল আখতার মল্লিক, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী পারভিন আরা নাছরিন ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন।
×