ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডুয়েট ছাত্ররা চালু করল বিডিরেন্ট ডটনেট

প্রকাশিত: ০৫:১৪, ২৪ ডিসেম্বর ২০১৭

ডুয়েট ছাত্ররা চালু করল বিডিরেন্ট ডটনেট

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ছাত্রদের উদ্যোগে ২৯ ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করল অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান বিডিরেন্ট ডটনেট। জেলা শহরের জয়দেবপুর কনভেনশন সেন্টারে শনিবার বিকেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের কম্পিউটার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোঃ নাসিম আখতার। উদ্যোক্তারা হলেন ডুয়েটের সিইসি তৃতীয় বর্ষের ছাত্র হাসিবুল হাসান, একরামুল হক, সোহাগ এবং মাহফুজুর রহমান ও আহসান হাবিব খান। উদ্যোক্তারা জানান, ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বিনামূল্যে তাদের বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন বিডিরেন্টের মাধ্যমে দিতে পারবেন। এতে বিজ্ঞাপনদাতারা ঘরে বসেই তাদের প্রোডাক্ট অনলাইনে ভাড়া দিতে ও নিতে পারবেন। হোম, এ্যাপার্টমেন্ট, কনভেনশন সেন্টার, অফিস, শপ, হোটেল, মোটেল, বিল্ডিং, বোট, বিভিন্ন ধরনের যানবাহন, এ্যাডস্পেস ও মিউজিক্যাল যন্ত্রপাতিসহ ২৯ ক্যাটাগরির সুবিধা নেয়া যাবে। তারা আরও জানান, বাংলাদেশের যে কোনও জায়গায় ব্যবহারকারীরা উক্ত সেবাগুলো ভাড়া দিতে ও ভাড়া নিতে পারবেন। তাদের যাতে ভাড়া দেয়া বা নেয়ার ক্ষেত্রে কোন রকম ঝামেলায় না পড়তে হয়, সেজন্য ওয়েবসাইটটিতে (যঃঃঢ়ং://নফৎবহঃ.হবঃ) ফোন ভেরিফিকেশন অপশন রয়েছে। বিভিন্ন হয়রানি বা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে ভাড়া প্রদানকারী ও গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের নিজ নিজ ফোন নম্বর ভেরিফাই করে নিতে পারবেন। এছাড়া, ভাড়া প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ফোন নম্বর ভেরিফাই করা আছে কি না, তাও দেখতে পারবেন। ফোন নম্বর ভেরিফাই করার জন্য ব্যবহারকারীকে তার প্রোফাইলে ফোন নম্বরের স্থানে দেশের কোডসহ (+৮৮০) নম্বরটি দেয়ার পর সেইভ বাটনে ক্লিক করলে ভেরিফাই বাটন আসবে। পরে ভেরিফাই বাটনে ক্লিক করলে মেসেজের মাধ্যমে একটি গোপন নম্বর মোবাইলে আসবে। উক্ত নম্বরটি নির্দিষ্ট বক্সে দিলেই ফোন নম্বর ভেরিফাই হয়ে যাবে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিডিরেন্ট থেকে কোন একটি প্রোডাক্ট ব্যবহার করার পর ওই প্রোডাক্টের গুণগতমান ভাল ছিল কি না, তা রেটিং ও কমেন্টে জানাতে পারবেন। এছাড়াও ব্যবহারকারীরা যে কোন সমস্যায় সাপোর্ট সেন্টারে কল করে পরামর্শ বা সাহায্য নিতে পারবেন।
×