ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নাহি এ্যালুমিনিয়ামের লেনদেন শুরু আজ

প্রকাশিত: ০৫:১১, ২৪ ডিসেম্বর ২০১৭

নাহি এ্যালুমিনিয়ামের লেনদেন শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সম্প্রতি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের লেনদেন আজ রবিবার থেকে শুরু হবে। এইদিন দুই স্টক এক্সচেঞ্জে কোম্পানিটি এক সঙ্গে লেনদেন শুরু করবে। সূত্র জানায়, আজ রবিবার কোম্পানিটি ‘এন’ ক্যাটাগরিতে পুঁজিবাজারে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘ঘঅঐঊঊঅঈচ’। আর কোম্পানি কোড হবে ১৩২৪৪। অন্যদিকে সিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে ‘ঘঅঐঊঊঅঈচ’। আর সিএসই কোম্পানি কোড হবে ১৬০৩৭। এর আগে গত ১৬ নবেম্বর কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। উত্তোলিত অর্থের ৬৫ শতাংশই ব্যয় করা হবে ব্যবসা সম্প্রসারণে। নাহি এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল ২০১০ সালের ২৪ অক্টোবর একটি প্রাইভেট কোম্পানি হিসেবে যাত্রা করে। ২০১৪ সালের ১ মার্চ বাণিজ্যিক উৎপাদন শুরু করে কোম্পানিটি। কোম্পানিটি পলিস্টার কোটিং, পিভিডিএফ কোটিং, ন্যানো পিভিডিএফ কোটিং, ফায়ার-প্রুফ এ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল তৈরি করে থাকে।
×