ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাপোলো ইস্পাতের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৫:১১, ২৪ ডিসেম্বর ২০১৭

এ্যাপোলো ইস্পাতের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৭ সালের ৩০ জুন আর্থিক বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড। শনিবার বেলা ১১টায় রাজধানীর তেজগাঁও কোম্পানির নিজস্ব ফনিক্স ভবনে ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ। সাধারণ বিনিয়োগকারীদের সর্বসম্মতিতে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। একইসঙ্গে পরিচালকদের নতুন করেও নির্বাচিত করা হয়। তবে এই সভায় বিনিয়োগকারীদের কোন ধরনের বক্তব্য ছাড়াই কোম্পানির পূর্ব ঘোষিত আলোচ্য বিষয়গুলো (এজেন্ডা) পাস করা হয়। কোম্পানির চেয়ারম্যান বলেন, গত মাসে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্সের কোল্ড প্রজেক্ট যাত্রা শুরু করেছে। এখন সবকিছু ঠিক থাকলে শীঘ্রই নফ প্রকল্পের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। তিনি বলেন, ২০১৬-২০১৭ অর্থবছর ইস্পাত শিল্পের জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ ওই অর্থবছরে আন্তর্জাতিক বাজারে কাঁচামাল এইচ আর কয়েল ও জিংকের দর উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ আনসার আলী বলেন, জিংক পট দুর্ঘটনার কারণে একটি প্রোডাকশন ইউনিটের উৎপাদন প্রায় দুই মাস বন্ধ ছিল। এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০১৬-২০১৭ অর্থবছরে জন্য ঘোষিত ১০ শতাংশ বোনাস লভ্যাংশসহ মোট ৬টি আলোচ্যসূচি (এজেন্ডা) অনুমোদিত হয়। বাকি আলোচ্যসূচি গুলো হলো : ২০১৬-১৭ অর্থবছরের আর্থিক বিবরণী অনুমোদন, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও স্বতন্ত্র পরিচালক পুনঃনিয়োগসহ নিরীক্ষক নিয়োগ। এই নিরীক্ষকের পারিশ্রমিক নির্ধারণ অনুমোদন হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুর রহমান, পরিচালক এম এ মজিদ, মোঃ রফিক, স্বতন্ত্র পরিচালক আবু কায়সার, প্রধান নির্বাহী কর্মকর্তা এম হাসান ও সচিব মোঃ সোহেল আমিন প্রমুখ।
×