ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিবির ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশিত: ০৫:১১, ২৪ ডিসেম্বর ২০১৭

আইসিবির ৩৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৩০ নগদ এবং ৫ নগদ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। শনিবার প্রতিষ্ঠানটির ৪১তম বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের উপস্থিতিতে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. মজিব উদ্দিন আহমেদ। সভায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক এবং পরিচালকগণ উপস্থিত ছিলেন। বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীরা আইসিবি এবং সাবসিডিয়ারি কোম্পানিসমূহের ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং নিরীক্ষিত হিসাব পর্যালোচনা করেন। ২০১৬-১৭ অর্থবছরে আইসিবি এবং সাবসিডিয়ারিসমূহ যথাক্রমে ৩৬৮.১৭ কোটি টাকা এবং ৪৬১.৫৭ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। এই হিসাবে শেয়ারধারীরা ২০১৬-১৭ সালের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ অর্থাৎ ৩০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করে। ইতোপূর্বে ২০১৬-১৭ অর্থবছরের জন্য কর্পোরেশনের ব্যবস্থাপনায় পরিচালিত আইসিবি ইউনিট ফান্ড হতে সার্টিফিকেট প্রতি ৪৫ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
×