ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:১১, ২৪ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচক ও লেনদেন দুটোই কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে সপ্তাহ শেষ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ১ দশমিক ৮০ শতাংশ। আর সিএসইতে ৫ দশমিক ৬৮ শতাংশ লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সপ্তাহে ডিএসইতে ২ হাজার ১৩৮ কোটি ৪৮ লাখ ৯৬ হাজার ১৫৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ হিসেবে লেনদেন কমেছে ১ দশমিক ৮০ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৭৬ শতাংশ বা ৪৭ দশমিক ২৩ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে দশমিক ৭৩ শতাংশ বা ১০ দশমিক ২ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ৭১ শতাংশ বা ১৫ দশমিক ৯৯ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২১৮টির আর অপরিবর্তিত ছিল ২৬টির দর। অন্যদিকে মোট লেনদেনের ৮৭.৭৭ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ২২ শতাংশ বি ক্যাটাগরির, ৪ দশমিক ৬০ শতাংশ এন এবং ৩ দশমিক ৪০ শতাংশ ছিল জেড ক্যাটাগরির কোম্পানি। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে গ্রামীণফোন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৪ লাখ ৬২ হাজার ৪৮২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ১০ লাখ ৮৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২১ লাখ ২৮ হাজার ৩৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৯১ লাখ ৭২ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে রয়েছে ন্যাশনাল টিউব লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ৪৬ লাখ ৬ হাজার ৩৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৭৭ লাখ ২৩ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিং ৫৭ কোটি ৩৪ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ৫১ কোটি ৪৬ লাখ, ইসলামী ব্যাংক ৫০ কোটি ৭৬ লাখ, আমরা নেটওয়ার্ক ৪৩ কোটি ১৯ লাখ, সিটি ব্যাংক ৪২ কোটি ৮২ লাখ, ব্র্যাক ব্যাংক ৪১ কোটি ১৬ লাখ ও প্যারামাউন্ট টেক্সটাইল ৩৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। অন্যদিকে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৭ দশমিক ২২ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪ কোটি ১৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ২ কোটি ৮২ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এমারেল্ড অয়েল লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ১৬ দশমিক ৯৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ২৬ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১৫ দশমিক ৮৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩৬ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ১ কোটি ৮১ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা নেটওয়ার্ক, ন্যাশনাল টিউব, এটলাস বাংলাদেশ, ঢাকা ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
×