ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৌদিতে খালেদা জিয়ার পরিবারের সম্পদ রয়েছে তা প্রমাণ করা যাবে ॥ মুহিত

প্রকাশিত: ০৫:০৭, ২৪ ডিসেম্বর ২০১৭

সৌদিতে খালেদা জিয়ার পরিবারের সম্পদ রয়েছে তা প্রমাণ করা যাবে ॥ মুহিত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন সৌদি আরবে খালেদা জিয়ার পরিবারের সম্পদ রয়েছে তা প্রমাণ করা যাবে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন নিশ্চয়ই তার পেছনে যথেষ্ট তথ্য আছে যা প্রমাণ করা যাবে। তিনি বলেন, খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিসের জবাব আইনগতভাবে দেয়া হবে। শনিবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে অর্থমন্ত্রী বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার পেছনে কৃষিবিদদের অবদানের কথা স্মরণ করে বলেন, ‘এদেশে কৃষির অর্জন গৌরবজনক।’ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী, জাতিসংঘের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি একেএম আবদুল মোমেন, সিন্ডিকেট সদস্য ড. আহমেদ আল কবির, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আলম, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিকৃবি পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, সিকৃবি ছাত্রলীগের সভাপতি ডা. শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ডাঃ ঋত্বিক দেব। বক্তারা দারিদ্র্য বিমোচনে কৃষি ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য কৃষিবিদদের ধন্যবাদ জ্ঞাপন করেন। সিলেট অঞ্চলের ৭০ হাজার হেক্টর অনাবাদি জমি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চাষের আওতায় আনার জন্য সিকৃবির শিক্ষক ও গবেষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী অলাভজনক সরকারী প্রতিষ্ঠান দুগ্ধ খামার, পোল্ট্রি খামার ও ছাগল খামারকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করে শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম বাড়ানোর জন্য সরকারী পৃষ্ঠপোষকতা কামনা করেন। প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘কৃষি আমাদের অর্থনীতির ভিত্তি। দেশের স্বাধীনতার সময় ১ কোটি ১০ লাখ টন খাদ্য উৎপাদন হতো। বর্তমানে কৃষি জমির পরিমাণ কমলেও কৃষিবিদদের কল্যাণে প্রায় ৩ কোটি টন খাদ্য উৎপাদন হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে হলে কৃষিবিদদের অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। কৃষি ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের নতুন প্রযুক্তি উদ্ভাবন করে কৃষকদের দোরগোড়ায় পৌঁছাতে হবে। এক্ষেত্রে বর্তমান কৃষিবান্ধব সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে।’
×