ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী আজ মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যাবেন

প্রকাশিত: ০৫:০৬, ২৪ ডিসেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী আজ মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যাবেন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজ দুপুরে সদ্যপ্রয়াত দলের বর্ষীয়ান নেতা নগর আওয়ামী লীগের সভাপতি ও হ্যাটট্রিক বিজয়ী মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে যাবেন। নগরীর ষোলশহর এলাকার চশমা হিলস্থ বাসভবনে গিয়ে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন এবং তাদের প্রতি তাঁর ব্যক্তিগত শোক ও সমবেদনা জানাবেন। দলীয় সূত্রে শনিবার এ তথ্য দেয়া হয়েছে। এদিকে, সদ্য প্রয়াত এ নেতার স্মরণে নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডে শোক সভা অব্যাহত রয়েছে। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগেও চলছে অনুরূপ শোক সভা। আগামী ১৪ জানুয়ারি ঐতিহাসিক লালদীঘি ময়দানে চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় শোক সমাবেশ। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন স্থানের আওয়ামী লীগে নেতৃত্বদানরত বিভিন্ন নেতারাও উপস্থিত থাকার কথা রয়েছে। এ উপলক্ষে শুক্রবার মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলস্থ বাসভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী। অপরদিকে, শুক্রবার বিকেলে কোতোয়ালি এলাকার ফিশারীঘাটস্থ ময়দানে মহিউদ্দিন স্মরণে সোনালী মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। এতে মহিউদ্দিনের পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মৎস্যজীবী নেতা হাজী আবদুস সাত্তার, মোঃ মহসিন, জানে আলম, স্বরূপ বিকাশ, বিধান বড়ুয়া, মোঃ সালাউদ্দিন, নগর ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজম রনি, মহিউদ্দিনের কনিষ্ঠপুত্র বোরহান উদ্দিন সালেহীন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। মেজবানে নিহতদের অনুদান দিচ্ছে হিন্দু ফাউন্ডেশন ॥ নগরীর রীমা কনভেনশন সেন্টারে মহিউদ্দিনের মেজবানী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ১০ পরিবারের সদস্যদের ১০ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন। শুক্রবার ফাউন্ডেশন কার্যকর পরিষদের সভায় এই সাহায্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের মহাসচিব শ্যামল কান্তি পালিত, প্রকৌশলী পরিমল কান্তি চৌধুরী, কেপি দাশ, দিলীপ কুমার মজুমদার প্রমুখ। নৌবাহিনীর কুচকাওয়াজে অংশ নেবেন ॥ আজ সকালে চট্টগ্রামে বিএনএ (বাংলাদেশ নেভাল একাডেমি) প্রাঙ্গণে নৌবাহিনীর মিডশিপমেন্ট ক্যাডেট ও ডিইও (ডাইরেক্ট এ্যান্টি অফিসার) রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হবে এ্যাপুলেট ওয়েরিং সিরিমোনি। এ কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি হেলিকপ্টারযোগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সরাসরি চলে যাবেন পতেঙ্গার বিএনএ’র অনুষ্ঠান প্রাঙ্গণে।
×