ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাখি তাড়াতে...

প্রকাশিত: ০৪:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৭

পাখি তাড়াতে...

গাছজুড়ে কাঁটা আর কাঁটা। বেশ সুচালো কাঁটা। গাছটি কিন্তু কাঁটাওয়ালা না। মানুষই বসিয়েছে ওই কাঁটা। গাছের ডালপালায় এমনভাবে ওই কৃত্রিম কাঁটা বসানো হয়েছে; এতে একটা ছোট্ট পাখিও বসতে পারবে না। কীভাবে পারবে? পাখি তাড়ানোর জন্যই তো ওই কৌশল! পাখির বিরুদ্ধে অভিযোগ, গাছের নিচে রাখা গাড়ির ওপর মল ত্যাগ করে গাড়ি নোংরা করা। এতেই ক্ষিপ্ত হয়েছেন গাড়ির মালিকরা। পাখি তাড়াতে তাই এমন ব্যবস্থা! ব্রিটেনের ব্রিস্টলের এক এলাকায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়ি রক্ষার জন্যই ওই ব্যবস্থা করা হয়েছে। আর কোন কারণ নেই। তিনি বলেন, গাড়ির ওপর পাখি এমন কাজ করে তা বড় একটা সমস্যা। তবে বিষয়টিকে ‘লজ্জাজনক’ বলছেন গ্রীন পার্টির রাজনীতিবিদ পলা ও’রাউকে। তিনি বলেন, গাছগুলো এমন করে পাখিদের বসার অনুপযোগী করা হয়েছে, কাজটি লজ্জাজনক। -ওয়েবসাইট অবলম্বনে
×