ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিসিভার লাগানো মোবাইল নিয়ে সংসদে মন্ত্রী!

প্রকাশিত: ০৪:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৭

রিসিভার লাগানো মোবাইল নিয়ে সংসদে মন্ত্রী!

মোবাইল ফোনের বিকল্প হিসেবে এখন কোন কিছুকেই ভাবার সুযোগ নেই। তবে এই যন্ত্রটি যদি হয় কারও অস্বস্তির কারণ! হ্যাঁ, সেটাকেও টপকে যাওয়ার ব্যাপার রয়েছে। তারই যেন এক চিত্র দেখা গেল ভারতে। মোবাইল রেডিয়েশন ছড়ায়। বেশিক্ষণ মোবাইলে কথা বললে ক্যান্সার হতে পারে বলে গবেষণায় তথ্য পাওয়া গেছে। কিন্তু মোবাইল ছাড়া যে জীবন অচল। তাই অভিনব পরিকল্পনা ফেঁদে ফেললেন দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাওড়েকর। কিছুদিন আগ পর্যন্ত কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ছিলেন তিনি। শুক্রবার সংসদে ঢোকার আগে জাওড়েকরকে দেখে চমকে যান সকলে। লাল রঙের মোবাইলের সঙ্গে বেগুনি রঙের ওটা কী লাগানো?হাসতে হাসতে মন্ত্রীই জানালেন, ওটা ল্যান্ডফোনের রিসিভার। খবরে বলা হয়েছে এখন পর্যন্ত ভারতে এমনটা কেউ দেখেনি। লাঙল গিয়ে ট্রাক্টর এসেছে। গ্রামাঞ্চলে লাঙল কিন্তু উঠে যায়নি। তবে মোবাইল আসার পরে রিসিভারের যুগ শেষ হয়ে গেছে বলে মনে করা হয়েছিল। জাওড়েকরের হাত ধরে ফিরল মোবাইল রিসিভার। রিসিভার কানে জাওড়েকরের সেই ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। -আজকাল অবলম্বনে
×