ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিখোঁজ ১, আটক ৯

প্রকৌশলী ও তার সহযোগীকে ট্রলার থেকে ফেলে দিয়েছে যুবকরা

প্রকাশিত: ০৪:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৭

প্রকৌশলী ও তার সহযোগীকে ট্রলার থেকে ফেলে দিয়েছে যুবকরা

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৩ ডিসেম্বর ॥ পিরোজপুরের ইন্দুরকানীতে এক প্রকৌশলী ও তার সহযোগীকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে যুবকরা। এর মধ্যে সবুজ নামে এক যুবক নিখোঁজ রয়েছেন এবং এক সহকারী প্রকৌশলীকে আহত অবস্থায় প্রত্যক্ষদর্শীরা নদী থেকে উদ্ধার করে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এ ঘটনায় ৭ যুবক ও ট্রলারের দুই চালকসহ ৯ জনকে স্থানীয় জেলেরা ধাওয়া করে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। নদীতে নিখোঁজ হওয়া যুবককে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। শনিবার দুপুুর ১২টার দিকে ইন্দুরকানী ও মোরেলগঞ্জ উপজেলার মধ্যবর্তি বঙ্গবন্ধু বাজার (গাজীরহাট) সংলগ্ন পানগুছি নদীতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, হাফিজ হাওলাদার (২০), হাসিব (১৭), অহিদুজ্জামান পরশ (৩০), সাইফুল রানা (২০), হাফিজুল ইসলাম (৩০), মাহামুদ (১৮) ও হাসিব (১৯)। এ ঘটনায় ট্রলারের চালক ছগির (১৭) ও হাচান (২০) প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদের মধ্যে আটককৃত হাফিজুল, হাসিব ও মাহামুদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের দক্ষিণ গাজীপুর গ্রামে। এছাড়া ট্রলারের দুই চালকসহ অপর ৪ জনের বাড়ি ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী, ট্রলারের চালক সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় ইন্দুরকানী উপজেলার টগড়া ফেরিঘাট থেকে ট্রলার ভাড়া করে মোরেলগঞ্জের উদ্দেশে রওনা হয় ৬ যুবক। সকাল সাড়ে ১০টার দিকে মোরেলঞ্জের ছোলমবাড়িয়া খেয়াঘাটে গিয়ে পৌঁছায় তারা। এরপর ট্রলারে থাকা ওই যুবকদের সহযোগী অহিদুজ্জামান পরশ নামে এক যুবক সেখান থেকে তাদের ট্রলারে ওঠেন। পরশ খুলনা থেকে এখানে এসে তাদের জন্য অপেক্ষা করছিলেন। এসময় তাদের সঙ্গে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) প্রকৌশলী সামছুল আরেফিন রনি (৩৫) ও তার সহযোগী সবুজ (৩৪) ট্রলারে ওঠেন। ছোলমবাড়িয়া থেকে ট্রলার যোগে ইন্দুরকানী ফেরার পথে পানগুছি নদীর গাজীরহাট সংলগ্ন স্থানে রনি ও সবুজের উপর হামলা চালায়। এসময় তাদের দুজনকে মারধর করে ছুরিকাঘাত করলে তারা নদীতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন নদীর কিনার থেকে বিষয়টি দেখে আহত অবস্থায় নদী থেকে সামসুল আরেফিন রনি নামে একজনকে উদ্ধার করে। এছাড়া অপর যুবক সবুজ পানিতে ডুবে যায়। এসময় ট্রলারযোগে পালিয়ে যাবার সময় স্থানীয় লোকজন ট্রলার নিয়ে তাদের ধাওয়া করে ধরে ওই যুবকদের আটক করে। উদ্ধার হওয়া রনির বাড়ি খুলনার শেখ পাড়ায় বলে মোরেলগঞ্জ থানা এস আই আবু মুছা জানিয়েছেন। রনির বরাত দিয়ে তিনি জানান, সামসুল আরেফিন রনি খুলনা উন্নয়ন কর্তৃপক্ষতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। তার কাছ থেকে একটি বাড়ির নক্সা তৈরির করার জন্য কল রায়েন্দা নিয়ে যাচ্ছিলেন হাসান নামের এক যুবক। রনির সঙ্গে তার সহকারী হিসেবে খুলনা থেকে এসেছেন সবুজ (৩৪)। তারা ট্রলার যোগে পানগুছি নদী পার হওয়ার সময় অতর্কিতভাবে হামলা করা হয়। ট্রলারে পূর্ব থেকে ৬/৭ জন যুবক ছিলেন। এসময় হামলাকারীরা তাদেরকে ছুরিকাঘাতও করে। যুবকদের হামলায় গুরুতর আহত অবস্থায় নদীতে পড়ে যায় সবুজ। এসময় তাদের চিৎকারে ইন্দুরকানী প্রান্তের কলারন খেয়াঘাট এলাকার লোকজন নৌ যোগে তাদের ঘিরে ফেলে। হামলাকারীদের আটক করে ইন্দুরকানীর কলারণ ঘাটে নিয়ে আসে স্থানীয়রা। আহত অবস্থায় রনিকে উদ্ধার করে স্থানীয়রা মোরেলগঞ্জ হাসপাতালে পাঠায়। পরে ইন্দুরকানীর বালিপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। তবে কেন খুলনা থেকে আসা ওই ইঞ্জিনিয়ার ও তার সহযোগীর উপরে হামলা করা হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ট্রলারের চালক ছগির জানান, পাড়েরহাট এলাকার কয়েকজন যুবক আমাকে পিকনিকের কথা বলে ট্রলারটি ভাড়া করে মোরেলগঞ্জ নিয়ে যায়। এসময় ছোলমবাড়িয়া ঘাট থেকে ৩ জন অপরিচিত লোক আমার ট্রলারে ওঠে। এদের মধ্যে পরশ নামে এক যুবক তাদের পরিচিত ছিল। পরে ট্রলার ছেড়ে পানগুছি নদীর মাঝখানে বসে ধস্তাধস্তির এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় ট্রলার থেকে দুইজন নদীতে পড়ে যায়। ইন্দুরকানী থানার এসআই আব্দুল আজিজ বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ৭ যুবককে আটক করা হয়েছে। এছাড়া ট্রলারের ২ চালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তিনি শনিবার সন্ধ্যায় আরও জানান, নিখোঁজ যুবককে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালাচ্ছি।
×