ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্যামপুরে রহিমা ইস্পাতে বিস্ফোরণে দগ্ধ ৭

প্রকাশিত: ০৪:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৭

শ্যামপুরে রহিমা ইস্পাতে বিস্ফোরণে দগ্ধ ৭

স্টাফ রিপোর্টার ॥ পুরনো ঢাকার শ্যামপুরে রহিমা ইস্পাত নামের একটি কারখানায় বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হচ্ছেন নজরুল ইসলাম (২৮), গাফফার (২৪), আহমেদ আলী (৩০), জামাল (৩৩), সোহেল (৪৫), রমজান (২৯) ও শামীম (৪২)। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বার্ন ইউনিটে কর্তব্যরত চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে নজরুল ইসলামের শরীরের ১৫% গাফফার ও আহমেদ আলীর ১২% পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে শ্রমিকরা রহিমা ইস্পাতে লোহা গলানোর চুলা (যা বার্টি নামেও পরিচিত) কাজ করছিলেন। এ সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সাত শ্রমিক আগুনে দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেয়া হয় বলে ঢামেক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান।
×