ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৪:১৬, ২৪ ডিসেম্বর ২০১৭

শিল্পী উল্কা হোসেনের একক সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ নিজের জন্মদিনে দর্শক-শ্রোতাদের ব্যতিক্রমী এক সঙ্গীতসন্ধ্যা উপহার দিলেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী উল্কা হোসেন। এর মাধ্যমে ঢাকা নগরীতে কিছুদিন পর ভিন্ন মাত্রার এক সঙ্গীতসন্ধ্যা উপভোগ করল সঙ্গীত রসিকরা। দেশের সঙ্গীতবিষয়ক একমাত্র নিয়মিত পত্রিকা মাসিক ‘সরগম’ শনিবার প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। ‘সরগম’-এর রীতি অনুযায়ী ঠিক সন্ধ্যা সাড়ে ৫টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ জটিলেশ্বর মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তার আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এরপর ‘সরগম’ সম্পাদকের সঞ্চালনায় শিল্পী উল্কা হোসেনের পরিবেশনা শুরু হয়। প্রায় দেড় ঘণ্টার পরিবেশনায় উল্কা হোসেন নিজের মৌলিক গান ছাড়াও রবীন্দ্র, নজরুলসহ দেশের ও ভারতীয় আধুনিক বাংলা মিলিয়ে প্রায় ২২টি গান পরিবেশন করেন। উপস্থিত দর্শক-শ্রোতারা পুরো শিল্পীকে করতালি দিয়ে অভিনন্দন জানান। চলছে বিজয়ের মাস। তাই ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ শিরোনামের দেশাত্মবোধক গান দিয়ে শিল্পী উল্কা হোসেন তার পরিবেশনা শুরু করেন। এরপর একে একে তিনি পরিবেশন করেন ‘ওরে একতারা দোতারা’, ‘কে দুরন্ত বাজাও’, ‘চাঁদের কন্যা চাঁদ’, ‘সাগরের সৈকতে’, ‘আমি রজনী গন্ধা’, ‘আমার মনটা বলে’, ‘কাগজের এই নৌকো আমার’, ‘আমার কলম বন্ধু’, ‘ঘুম ঘুম চাঁদ’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘মন মেতেছে মন ময়ূরীর’, ‘নূপুর আমি পরি না তো আর’, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘কল কল ছল ছল’, ‘কি লিখি তোমায়’, ‘যাব কোই বাত বিগার যায়ে’, ‘লাগজা গালে’, ‘পুরনো সেই দিনের কথা’, ‘মনে রবে কিনা রবে আমারে’, ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ প্রভৃতি। অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শিল্পীকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেনÑ প্রখ্যাত গীতিকার কে জি মোস্তফা, কবি হেলাল হাফিজ, শহিদুল্লাহ ফরায়জী, বিশিষ্ট সুরকার শাহনেওয়াজ, গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান দেলোয়ার হোসেন রাজা, অভিনেত্রী চান্দা মাহজাবিন, রন্ধন বিশেষজ্ঞ লবী রহমানসহ আরও অনেকেই। প্রসঙ্গত, মা বাবার অনুপ্রেরণা পেয়ে ছোটবেলা থেকেই গানের শুরু। হাতেখড়ি বড় মামা ফখরুল ইসলাম ফরহাদের কাছে। নতুনকুঁড়ি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বিটিভিতে পদচারণা শুরু ১৯৭৬ সাল থেকে। ২০০৫ থেকে স্পেশাল গ্রেডে নিয়মিত শিল্পী হিসেবে বিটিভিতে গান পরিবেশন করে আসছেন উল্কা হোসেন। বিভিন্ন সময় তালিম নিয়েছেন সমর দাশ, উস্তাদ জাকির হোসেন, উস্তাদ ফুল মোহাম্মদ, নিতাই রায়, সোহরাব হোসেন, সুধীন দাশ, খালিদ হোসেন, আলী ইমাম চৌধুরী, সঞ্জীব দে, অনিল কুমার সাহা প্রমুখের কাছে। বিটিভি ছাড়াও চ্যানেল আই, এনটিভি, এটিএন বাংলাসহ বিভিন্ন চ্যানেল এবং রোটারি ও জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন জাতীয় মঞ্চে সঙ্গীত পরিবেশন করে প্রশংসিত হয়েছেন তিনি। আলতাহ মাহমুদ সঙ্গীত নিকেতনের ছাত্রী উল্কা হোসেন অনির্বাণ শিল্পীগোষ্ঠীর সঙ্গে বেশকিছু রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশেষ করে বিদেশী রাষ্ট্রপ্রধানদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন। স্কুল-কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অসংখ্য পুরস্কার পেয়েছেন। হোম ইকোনমিক্স কলেজ থেকে এমএসসি করা উল্কা হোসেন বন্ধুমহলে একজন সুরাঁধুনী হিসেবে পরিচিত।
×