ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামী এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হতে পারেন করবিন

প্রকাশিত: ০৪:০৭, ২৪ ডিসেম্বর ২০১৭

আগামী এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হতে পারেন করবিন

ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, তিনি মনে করেন, ২০১৮ সালের শেষে সম্ভবত প্রধানমন্ত্রী হবেন তিনি। -ইন্ডিপেনডেন্ট। লেবার পার্টির নেতা বলেন, আগামী বছরের শেষে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার দল দেশকে নেতৃত্ব দেয়ার জন্য দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছে। তিনি গ্রাজিয়ার সঙ্গে এক ব্যাপকভিত্তিক সাক্ষাতকারে কিছু কিছু লোকের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন যে, তারা গত জুনের গণভোটের জন্য যে ভাবে প্রচার অভিযান চালিয়েছেন তাতে চরমভাবে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। কিন্তু তিনি ব্রেক্সিটের ওপর দ্বিতীয় গণভোট অনুষ্ঠান সমর্থনে অস্বীকৃতি প্রকাশ করেন। কোন নারী সাময়িকীতে প্রচারিত তার প্রথম এ সাক্ষাতকারটিতে এ কথাও বলা হয় যে, করবিন বলেছেন, তিনি যৌন হয়রানির ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। বিষয়টা ওয়েস্টমিনস্টারে তোলপাড়ের সৃষ্টি করে। সাধারণ নির্বাচনে দুঃখজনক ফলাফলের পর এ বছরের প্রথমদিকে করবিন বলেছেন, তিনি বড়দিনের মধ্যেই ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন। কিন্তু তিনি নতুন সাক্ষাতকারে বলেন, তিনি মনে করেন, তিনি আগামী বছর ১০ নম্বরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছেন। কারণ পরবর্তী ১২ মাসের মধ্যে সম্ভবত আরও একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সম্ভবত আমি জয়ী হব। কিন্তু আমরা এ ব্যাপারে অনেক কাজ করে যাচ্ছি।’
×