ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়ায় তেল আমদানি টার্গেট করে আরেকটি নিষেধাজ্ঞা

প্রকাশিত: ০৪:০৫, ২৪ ডিসেম্বর ২০১৭

উত্তর কোরিয়ায় তেল আমদানি টার্গেট করে আরেকটি নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রের আহ্বানে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরেকটি নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি ১৫-০ ভোটে পাস হয়। উত্তর কোরিয়ার দুই পৃষ্ঠপোষক চীন ও রাশিয়াও এতে ভোট দেয়। বিবিসি ও এএফপি। এটি ছিল উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের ১০ম নিষেধাজ্ঞা। এসব সত্ত্বেও পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র পরীক্ষা থেকে বিরত রাখা যাবে কিনা সে প্রশ্নও ওঠে ওই অধিবেশনে। তবে সর্বসম্মতিক্রমেই শেষ পর্যন্ত আগের চেয়ে আরও কঠোর নিষেধাজ্ঞা পাস হয়। যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবে সাড়া দেয় উত্তর কোরিয়ার মিত্র হিসেবে পরিচিত চীন এবং রাশিয়াও। উত্তর কোরিয়ার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরেই প্রস্তাবটি আনা হয়। এবারের দেশটির অর্থনীতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল খাতকে টার্গেট করে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির প্রায় ৯০ শতাংশ পেট্রোলিয়াম বাইরে থেকে আমদানি কারা হয়। এটি এবার বন্ধ হতে যাচ্ছে। ২০১৬ সালের নিষেধাজ্ঞার আওতায় ছিল ৪ দশমিক ৫ মিলিয়ন ব্যারেল পরিশোধিত পেট্রোলিয়াম, তা এবার বাড়িয়ে ৫ লাখ ব্যারেল করা হয়েছে। অপরিশোধিত তেলের ক্ষেত্রে পরিমাণ বছরে ৪ মিলিয়ন ব্যারেল।
×