ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খেলাঘর প্রতিনিধি দলের ভারত গমন

প্রকাশিত: ০৪:০৩, ২৪ ডিসেম্বর ২০১৭

খেলাঘর প্রতিনিধি দলের ভারত গমন

স্টাফ রিপোর্টার ॥ সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সব পেয়েছির আসরের বার্ষিক ক্যাম্পে যোগদানের জন্য বাংলাদেশের সর্ব বৃহৎ জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের ১৪ সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল ভারতের উদ্দেশে যাত্রা করেছে। আগামী ২৪-৩০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলার আসানসোলে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট ইমাম হোসেন ঠা-ু। উপ দলনেতা খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদকম-লীর সদস্য সাংবাদিক রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু। সহকারী দলনেতা খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুল ইসলাম অপু। অন্য সদস্যরা হচ্ছেন- আবিদা রওশন (খুলনা), পিয়াস দাশ (খুলনা), লামিয়া রহমান অক্লান্তি (ঢাকা), ফারিয়া সাকিন রোজা (ঢাকা), আশরাফুল ইসলাম (নোয়াখালী), দুর্লভ দাশ (নোয়াখালী), অর্চিতা বণিক (চট্টগ্রাম), কাজী আবদুর রাফি (চাঁদপুর), মেহজাবিন (গাজীপুর), সুমাইয়া বেগম (ভৈরব), মনামী রায় (ব্রাহ্মণবাড়িয়া)। প্রতিনিধি দল ক্যাম্পে ছড়াগীতি, ভঙ্গিগীতি, ক্যারাটে, ব্রতচারীসহ নানাবিধ বিষয়ে প্রশিক্ষণ নেবে এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করবে। ভারতের বিভিন্ন প্রদেশের ১,৫০০ শিশু-কিশোর এই ক্যাম্পে যোগদান করবে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিম-লীর চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার এবং সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ প্রতিনিধি দলের সাফল্য কামনা করেছেন।
×