ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি প্যানেল মেয়রের ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের উদ্বোধন

প্রকাশিত: ০৪:০৩, ২৪ ডিসেম্বর ২০১৭

ডিএনসিসি প্যানেল মেয়রের ভিটামিন এ প্লাস ক্যাম্পেনের উদ্বোধন

ডিএনসিসির পাঁচটি অঞ্চলের আওতাধীন ৩৬টি ওয়ার্ডের ১ হাজার ৪৯৯টি কেন্দ্রে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৬৮ হাজার ৭৬৯ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৬৭ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। প্রত্যেক শিশুর অভিভাবককে শিশুদের সুষম খাবার খাওয়ানোর ব্যাপারে সচেতন করা হচ্ছে। এই কর্মসূচী বাস্তবায়নে ২ হাজার ৯৯৮ জন স্বাস্থ্যকর্মী, ১৮৩ জন প্রথম সারির সুপারভাইজার এবং ১০৩ জন দ্বিতীয় সারির সুপারভাইজার কাজ করছেন। সার্বিক কার্যক্রম মনিটরিং করছেন ডিএনসিসির প্যানেল মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাসির, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেসবাহুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি চট্টগ্রামে ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেন ॥ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস জানান, শনিবার থেকে চট্টগ্রাম মহানগরী ও জেলায় ১২ লক্ষাধিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী শুরু হয়। সকাল ৮টা থেকে নগরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন দফতরের তত্ত্বাবধানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের সূচনা হয়। সকাল থেকে বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচী চলে।
×