ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ভূমিদস্যুদেও বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৭

রূপগঞ্জে ভূমিদস্যুদেও বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ ডিসেম্বর ॥ দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, রঘুরামপুর, বাঘবাড়ি এলাকার কৃষকের জমি জোরপূর্বক দখল ও সাইনবোর্ড লাগানোর প্রতিবাদে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন। শনিবার দুপুরে রূপগঞ্জ-কালিগঞ্জ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, দাউদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, দাউদপুর ইউনিয়নের ইউপি সদস্য বাবুল মিয়া, আনোয়ার হোসেন, সালাউদ্দিন মেম্বার, লিটন প্রধান, আব্দুল হাই, জোসনা বেগম, শুক্কুরী বেগম, হোসনেআরা, নুরজাহান, মাহমুদা বেগম, সামসুন নাহার, নিলুফা বেগম, নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, পূর্বাচল উপ-শহরে প্যালেস সিটি নামে একটি আবাসন কোম্পানি দাউদপুর ইউনিয়নের কুলিয়াদী, রঘুরামপুর, বাঘবাড়িসহ বিভিন্ন মৌজায় জমি না কিনে জোরপূর্বক সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এ সাইনবোর্ড উঠিয়ে ফেলে দেয়। এর পর থেকে ভূমিদস্যু এ্যাডভোকেট রফিকুল ইসলাম প্যালেস সিটির পক্ষ নিয়ে আরিফুল নামের কৃষকের জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দিঘুলিয়ার টেক এলাকার ভূমিদস্যুদের হয়রানির শিকার হুমায়ুন জানান, তার ৩ বিঘা জমিতে জোরপূর্বক সাইনবোর্ড লাগানো হয়। প্রতিবাদ করায় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এ ছাড়া নূরজাহান, মাহমুদা, নজরুলসহ শতাধিক কৃষকের জমিতে সাইনবোর্ড লাগানো হয়েছে।
×