ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে চার নারী ধর্ষণের বিচারদাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৩:৫৬, ২৪ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে চার নারী ধর্ষণের বিচারদাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ৪ নারী ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। ফলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ভূমিকা নিয়ে নগরবাসীর শঙ্কা দিন দিন বেড়েই চলেছে। ধর্ষিতা ৪ নারীর অভিযোগের সঙ্গে সঙ্গে মামলা না নেয়ায় ডাকাতবেশী ধর্ষকদের সঙ্গে পুলিশের সখ্যতা থাকার রহস্য ঘণীভূত হয়ে ওঠছে। যা অপরাধীর পক্ষে কাজ করছে পুলিশ, এমন সন্দেহ এখন নগরবাসীর। এদিকে, অপরাধ কমাতে মোবাইলে এ্যাপস্ ডাউনলোডসহ বিট পুলিশিং এর নামে নগরবাসীর নিরাপত্তার কথা বলা হলেও কার্যকারিতা দেখা যাচ্ছে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ পুলিশের আইজি’র হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্তরা। আগামী ২৭ ডিসেম্বর সিএমপি কমিশনারের দফতর ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি ও এলাকার সচেতন নাগরিক। এদিকে, স্থানীয় কিছু মিডিয়া কর্মীও পুলিশের পক্ষে থাকায় সিএমপি’র কর্ণফুলী থানা এলাকায় ৪ নারী ধর্ষণের বিষয়টি এড়িয়ে গেছে বলে দাবি স্থানীয়দের। ডাকাতবেশী ৪ ধর্ষক মিলে প্রবাসীর বাড়িতে ৪ নারীকে ধর্ষণের ঘটনা ঘটালেও পুলিশ কেন অপরাধীদের বিরুদ্ধে মামলা নিতে গড়িমসি করেছে বা আসামিদের পক্ষ নিয়েছে তা এখন প্রশ্নবিদ্ধ। এদিকে, মামলা নিতে কালক্ষেপণ করায় ধর্ষণের আলামত নষ্ট হয়েছে এমন দাবি তুলে কর্ণফুলী থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারও শিক্ষার্থী অপরাধীদের বিচার দাবি করে মানববন্ধন করেছে শনিবার। এর আগে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে শুক্রবার মানববন্ধন করেছে নারী উন্নয়ন ফোরাম চট্টগ্রাম নামের একটি সংগঠন।
×