ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১২

প্রকাশিত: ০৩:৫৪, ২৪ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৩ ডিসেম্বর ॥ সালথা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদের সমর্থকদের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে। এ বিরোধের জেরে শনিবার সকাল আটটার দিকে মাঝারদিয়া গ্রামে দুই পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সুড়কি-ভেলা, রামদাসহ মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটে। এ সংঘর্ষে উভয় পক্ষের ১২ সমর্থক আহত হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ বলেন, সেলিমের লোকজন শুক্রবার আমার লোকজনের গলায় গামছা দেয়ার হুমকি দেয়। এর জেরে শনিবার সকালে সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতা সেলিম মাতুব্বর জানান, হামিদের লোকজন আমার সমর্থকদের ওপর হামলা করেছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
×