ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন বই অপ্রতুল ॥ ভিসি

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য মানসম্পন্ন বই অপ্রতুল ॥ ভিসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ শিক্ষার্থী রয়েছে। দেশে তাদের জন্য টেক্সবুক বা মানসম্পন্ন পাঠ্যবই খুবই অপ্রতুল। সেজন্য শিক্ষার্থীরা নোট বই, বাংলাবাজার থেকে প্রকাশিত যে বইগুলো ব্যবসায়িক উদ্দেশে লেখা হয়ে থাকে সেই বইগুলোই তারা পড়ে থাকে। কিন্তু প্রকৃত জ্ঞান আহরণ করার জন্য প্রয়োজন ভাল বা মানসম্পন্ন বই। সেদিকে লক্ষ্য রেখে আমরা মানসম্পন্ন পাঠ্যবই রচনার জন্য উদ্যোগ নিয়েছি। শুরুতে ১২টি বিষয়ে একাধিক কোর্সে এসব পাঠ্যবই রচনা করা হবে। আমাদের দেশের যারা শিক্ষক, লেখক ও বুদ্ধিজীবী রয়েছেন, তারা এসব পুস্তক রচনা কাজে নিয়োজিত হবেন। ইতোমধ্যে এ কাজটি আমরা শুরু করে দিয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনের সাংবাদিকদের দেয়া সাক্ষাতকারের সময় তিনি ওইসব কথা বলেন। শনিবার সকালে গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে বিশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মোঃ মোতাহার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আন্তর্জাতিক সভাপতি রামেন্দু মজুমদার ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×