ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গাজীপুরে রগ কেটে যুবককে খুন

প্রকাশিত: ০৩:৫২, ২৪ ডিসেম্বর ২০১৭

গাজীপুরে রগ কেটে যুবককে খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ দুই পায়ের রগ কেটে ও মারধর করে এক যুবককে শনিবার খুন করেছে দুর্বৃত্তরা। আনুমানিক ৩৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের উত্তর সারদাগঞ্জ এলাকায় বাঁশঝাড়ের পাশে একটি আলু ক্ষেতে শনিবার সকালে দু’পায়ের রগ কাটা এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেয়ার সময় সে মারা যায়। নিহতের দু’পায়ের রগ ও গালের নিচে কাটা এবং মুখম-লে আঘাতের চিহ্ন রয়েছে। নীলফামারীতে দুই সন্তানের জননী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, যৌতুকের বলি হলো সুরজিনা (২৭) নামের দুই সন্তানের জননী। তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামসহ শ্বশুর শাশুড়ি দেবরের বিরুদ্ধে। জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পাসারিপাড়া গ্রামের এই ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে শনিবার দুপুরে জেলার মর্গে ময়নাতদন্ত করছে। নিহত সুরজিনা কিশোরীগঞ্জ উপজেলার পুঁটিমারী ইউনিয়নের কালিকাপুর সুরিপাড়া গ্রামের মোখলেছার রহমানের মেয়ে। ঘটনার পর সুরজিনার স্বামী নজরুল, শ্বশুর আইয়ুব আলী, শাশুড়ি নুরজাহান বেগম ও দেবর আবজালুর পালিয়ে গেছে। অভিযোগে জানা যায়, সুরজিনার সঙ্গে নজরুল ইসলামের বিয়ে হয় প্রায় ৮ বছর আগে। ৯ মাস পূর্বে স্ত্রী সুরজিনাকে যৌতুকের কারণে স্বামী ও স্বামীর বাড়ির সকলে শারীরিক নির্যাতন করলে সে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসা শেষে বাবার বাড়িতে অবস্থান নেয়। এরপর স্বামীর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলে প্রভাবশালীরা ঘটনাটি স্থানীয়ভাবে সমাধান করে সুরজিনাকে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর গত ১০ দিন পূর্বে পুনরায় স্বামী ও স্বামীর বাড়ির সকলে নির্যাতন শুরু করলে সুরজিনা পুনরায় বাবার বাড়িতে আশ্রয় নেয়। এবারো প্রভাবশালীরা এসে আর কোনদিন সুরজিনাকে নির্যাতন করা হবে না মর্মে মুচলেকা দিয়ে স্বামীর বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ রাতে এসে সুজিনার মরদেহ উদ্ধার করে। যশোরে লক্ষ্যভ্রষ্ট গুলিতে দোকানি স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে টিপু সুলতান (২২) নামে এক দোকানি নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে টিবি ক্লিনিক এলাকায় সোহেল ওরফে ট্যাবলেট সোহেল নামে এক ‘সন্ত্রাসী’কে গুলি করে প্রতিপক্ষ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত টিপু সুলতান শহরের টিবি ক্লিনিক মোড়ের মোহাম্মদ আলীর ছেলে। তিনি সিঙ্গারা-পুরির দোকানদারি করতেন। মা ডালিম খাতুন জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও দোকানদারি করছিলেন টিপু। এ সময় দোকানে বসেছিলেন সন্ত্রাসী হিসেবে পরিচিত সোহেল ওরফে ট্যাবলেট সোহেল। তখন দুটি মোটরসাইকেলযোগে কয়েক সন্ত্রাসী এসে সোহেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে টিপুর বুকে বিদ্ধ হয়। এই সুযোগে পালিয়ে যায় সোহেল। সন্ত্রাসীরাও আবার একই মোটরসাইকেলে চেপে ষষ্ঠিতলাপাড়ার দিকে চলে যায়। এরপর স্থানীয়রা টিপুকে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরায় ছাত্রের লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, ইছামতি নদী থেকে ওবায়দুল ইসলাম গাজী (২০) নামে এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সীমান্ত নদী ইছামতির হাড়দ্দাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওবায়দুল ইসলাম দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের অদুদ গাজীর ছেলে ও খানবাহাদুর আহছান উল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র।
×