ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিসি ক্যামেরার আওতায় গাইবান্ধা শহর

প্রকাশিত: ০৩:৪৬, ২৪ ডিসেম্বর ২০১৭

সিসি ক্যামেরার আওতায় গাইবান্ধা শহর

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২৩ ডিসেম্বর ॥ অপরাধমুক্ত রাখতে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে গোটা গাইবান্ধা জেলা শহরকে। শনিবার গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কেন্দ্রে ফিতা কেটে এবং ফলক উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। উল্লেখ্য, উদ্বোধনী দিনে গাইবান্ধা শহরের গুরুত্বপূর্ণ ৮০টি পয়েন্টে সিসি ক্যামেরা বসিয়ে তা চালু করা হয়েছে। এই কর্মসূচীর আওতায় দ্বিতীয় পর্যায়ে জরুরী ভিত্তিতে আরও ১৬টি সিসি ক্যামেরা বসানো হবে এবং প্রয়োজনে সিসি ক্যামেরার আওতা আরও সম্প্রসারিত করা হবে বলে জানা গেছে। জেলা পরিষদের সহযোগিতায় এবং পুলিশ সুপারের নিজস্ব অর্থায়নে এই সমস্ত সিসি ক্যামেরা লাগানো হয়।
×