ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য বিভ্রান্তিকর ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৩:৪৫, ২৪ ডিসেম্বর ২০১৭

রংপুর সিটি নির্বাচন নিয়ে বিএনপির বক্তব্য বিভ্রান্তিকর ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ২৩ ডিসেম্বর ॥ নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, আওয়ামী লীগের বড় বিজয় হলো যে একটা রাজনৈতিক পরিবেশ ফিরেয়ে আনতে পেরেছে। গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছে ও নির্বাচন যে সুষ্ঠু হয় তা রংপুর সিটি নির্বাচন দিয়ে প্রমাণ করতে পেরেছে। মন্ত্রী শনিবার সকালে বিবির বাজার স্থলবন্দর পরিদর্শনকালে রংপুর সিটি নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবির রিজভীর বক্তব্য শুনে বুঝা যায় যে, বিএনপির মধ্যে একটি বিভ্রান্তি কাজ করছে। তারা দুজন নির্বাচন নিয়ে দু রকম বক্তব্য দিয়েছেন। মন্ত্রী বিএনপির রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীর সমালোচনা করে আরও বলেন, মানুষ যখন ভুল করে তখন তার খেসারত মানুষকেই দিতে হয়। বিএনপি দুই হাজার তের, চৌদ্দ ও পনের সালে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে যেভাবে সন্ত্রাস, জালাও, পোড়াও করেছে তার খেসারত তাদেরকেই দিতে হবে। গেল নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার খেসারত আগামী নির্বাচনে তাদেরকে দিতেই হবে। বন্দর পরিদর্শনকালে বাংলাদেশ স্থল কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, একই কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাছান আলী, বন্দর কর্তৃপক্ষের সিবিএ সভাপতি জাবেদী বিল্লাহসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×