ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাগেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু

প্রকাশিত: ০৩:৪৪, ২৪ ডিসেম্বর ২০১৭

বাগেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা আয়োজনে বর্ণাঢ্য পুনর্মিলনী উৎসব শুরু হয়েছে। শনিবার পতাকা উত্তোলন, র‌্যালি, প্রাক্তন শিক্ষার্থী সমাবেশ, স্মৃতি ফলক উন্মোচন, কেক কাটা, আলোচনা ও সম্মাননা, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে নিবন্ধিত শিক্ষার্থীদের উপহার দিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরু হয়। এ সময় বাগেরহাট শহরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান নতুন ও পুরাতন ছাত্রদের মিলন মেলায় পরিণত হয়। আজ রবিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বর্তমান ছাত্রীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের ক্রীড়ানুষ্ঠান, মধুর আড্ডা এবং আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান হবে। নীলফামারী স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, “গৌরবের ৫০ বছর” শ্লোগানকে সামনে রেখে উত্তরবঙ্গের নীলফামারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৈয়দপুর সরকারী কারিগরি মহাবিদ্যালয়ের দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপনে জমকালো ও মনোমুগ্ধকর উৎসব শুরু হয়েছে। ২৩ ও ২৪ ডিসেম্বর দুই দিনব্যাপী সুবর্ণ জয়ন্তীর শনিবার প্রথম দিন সকাল ১০টা ১ মিনিটে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বর্তমানে নির্মানাধীন পদ্মাসেতুর প্রধান পরামর্শক মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদ। এরপর শহরে বের করা হয় বিশাল বর্ণাঢ্য র‌্যালি। প্রায় দুই ঘণ্টা র‌্যালি শেষে স্কুল চত্বরে শুরু হয় প্রাক্তন শিক্ষক ও শিক্ষার্থীদের স্মৃতিচারণা, ক্রেস্ট বিতরণ, মহাবিদ্যালয়ের এলামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি ঘোষণা, ডকুমেন্টারি উপস্থাপন, যাদু প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজি ও ফানুস উড়ানো। এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশিদ, অধ্যক্ষ ড. আমির আলী আজাদ প্রমুখ।
×