ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে রেল সেতু থেকে পানিতে পড়ে খাদ্য কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৭

মির্জাপুরে রেল সেতু থেকে পানিতে পড়ে খাদ্য কর্মকর্তার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৩ ডিসেম্বর ॥ মির্জাপুরে রেল সেতু থেকে পানিতে পড়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক খাদ্য কর্মকর্তা মারা গেছেন। তিনি শুক্রবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী এলাকায় রেল সেতুর ওপর দিয়ে স্ত্রী ও বোনকে নিয়ে হেঁটে আত্মীয় বাড়ি যাচ্ছিলেন। রফিকুল ইসলাম ঢাকা তেজগাঁও সেন্ট্রাল স্টোরেজ ডিপোতে (সিএসডি) কর্মরত ছিলেন বলে জানা গেছে। সে টাঙ্গাইল সদরের বরুহা গ্রামের রাজ্জাক মাস্টারের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নয়টার দিকে রফিকুল ইসলাম, বড় বোন রোকেয়া বেগম ও স্ত্রী তাহমিনা বেগমকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাওয়ার কুমারজানি গ্রামে বোনের বাড়ি যাচ্ছিলেন। পথে কুমারজানি খালের ওপর রেল সেতু দিয়ে যাওয়ার সময় পা ফসকে পানিতে পড়ে যান। এ সময় তার বড় বোন ও স্ত্রী চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত এগারোটার দিকে রফিকুল ইসলামের মৃত্যু হয়।
×