ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেনযাত্রীদের সেবার মান বৃদ্ধির দাবি

প্রকাশিত: ০৩:৪৩, ২৪ ডিসেম্বর ২০১৭

ট্রেনযাত্রীদের সেবার মান বৃদ্ধির দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী-ঢাকা ট্রেনের টিকেট নিশ্চিত, যাত্রীসেবার মান বৃদ্ধি, রাজশাহী-আবদুলপুর ডুয়েল গেজ লাইন নির্মাণ ও বিদ্যুতের ভৌতিক বিল বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। শনিবার সকালে রক্ষা সংগ্রাম পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব দাবি জানানো হয়। রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক জামাত খান, সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সহ সভাপতি আলহাজ হারুনার রশিদ, কল্পনা রায়, এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাডভোকেট ইয়াহিয়া, অধ্যাপক জিএম হারুণ, ডাঃ হেমায়েতুল্লাহ আরিফ, প্রকৌশলী খাজা তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিদ্যুত বিভাগ ভৌতিক বিল তৈরি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে গ্রাহকরা অভিযোগ করলে নতুন মিটার লাগানোর তাগিদ দেয়া হচ্ছে। এতে গ্রাহকরা ক্ষতির মুখে পড়ছেন। একই সভায় রেলের টিকেট নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকামুখী তিনটি ট্রেন চলাচল করে। এসব ট্রেনের যাত্রীরা সবচেয়ে বেশি যাতায়াত করেন। তবে রেলের টিকেট কালোবাজারে চলে যাওয়ায় ইচ্ছে থাকলেও অনেকে ৮/১০ দিন আগে গিয়েও টিকেট পাচ্ছে না। অতিরিক্ত টাকা দিয়ে টিকেট কিনতে হচ্ছে। এছাড়া দীর্ঘদিনের দাবি রাজশাহী-আবদুলপুর ডুয়েল গেজ লাইন দ্রুত নির্মাণেরও দাবি জানানো হয়।
×