ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে অস্ত্র ও গুলিসহ ২ আদিবাসী গ্রেফতার

প্রকাশিত: ০০:১৯, ২৩ ডিসেম্বর ২০১৭

শেরপুরে অস্ত্র ও গুলিসহ ২ আদিবাসী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরের নালিতাবাড়ীতে পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে ২ আদিবাসী। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার তারানি গ্রামের বিপিন চাকমার ছেলে ইলেকশন ধারো (৫২) ও কাকরকান্দি গ্রামের বংকিম রাখসামের ছেলে তুহিন রাখসাম (৪০)। শনিবার দুপুরে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার রবিবার রিমান্ড শুনানীর তারিখ ধার্যক্রমে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, ময়মনসিংহের কোম্পানী কমান্ডার ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে একটি আভিযানিক দল শুক্রবার বিকেলে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলিসহ ইলেকশন ও তুহিনকে গ্রেফতার করে। ওইসময় পরমেশ্বর কোচ (৩০) নামে আরও এক যুবক পালিয়ে যায়। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে ৩ জনকে আসামী করে নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।
×