ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাজায় ২ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৮:০৫, ২৩ ডিসেম্বর ২০১৭

গাজায় ২ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক ॥ শুক্রবার ফিলিস্তিনের গাজা সীমান্ত বেষ্টনীর কাছে বিক্ষুব্ধ প্রায় ২ হাজার ফিলিস্তিনির সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আরো অন্তত ৪০ জন আহত হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে জেরুজালেম প্রস্তাব নিয়ে ভোটের পর গাজায় নতুন করে যুক্তরাষ্ট্র-বিরোধী বিক্ষোভ দানা বেঁধেছে। অধিকৃত পশ্চিম তীরের ৭টি নগরী এবং পূর্ব জেরুজালেমজুড়েও ফিলিস্তিনিরা বিক্ষোভ করেছে। ইসরায়েলি সেনাদের ছোড়া গুলি এবং রাবার বুলেটেই বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি বৃহস্পতিবার বিপুল ভোটে নাকচ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। ট্রাম্পের ওই স্বীকৃতির প্রতিবাদে ফিলিস্তিনিরা গোড়া থেকেই বিক্ষোভ করে আসছে। এবার তাদের অধিকারের পক্ষে জাতিসংঘের রায়ে তারা আরেকবার ট্রাম্পের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। শুক্রবার গাজায় বিক্ষোভ-সংঘর্ষে আরো দুই ফিলিস্তিনির মৃত্যু নিয়ে এ পর্যন্ত ফিলিস্তিনি নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। আহত হয়েছেন আরো বহু ফিলিস্তিনি। অন্যদিকে, ইসরায়েলি পক্ষে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সূত্র : সিএনএন।
×