ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আরও পদোন্নতি যুগ্ম সচিব হলেন ১৯৩ কর্মকর্তা

প্রকাশিত: ০৭:৫০, ২৩ ডিসেম্বর ২০১৭

আরও পদোন্নতি যুগ্ম সচিব হলেন ১৯৩ কর্মকর্তা

বিডিনিউজ ॥ স্থায়ী পদ না থাকলেও অতিরিক্ত সচিবের পর এবার জনপ্রশাসনের ১৯৩ উপসচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছে সরকার। রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর তাদের ওএসডি করে বৃহস্পতিবার মধ্য রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমান সরকারের মেয়াদে পঞ্চম দফায় জনপ্রশাসনের কর্মকর্তারা বড় ধরনের পদোন্নতি পেলেন। কয়েক দিনের মধ্যে উপসচিব পদেও পদোন্নতি দেয়া হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা জানিয়েছেন। এবার নতুন করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে। আগে বাদ পড়া বিভিন্ন ব্যাচের কয়েকজনও পদোন্নতি পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুগ্ম সচিবের স্থায়ী পদ আছে ৪৩০। পদোন্নতির পর বর্তমানে জনপ্রশাসনে যুগ্ম সচিবের সংখ্যা হলো ৮৪২। গত ১১ ডিসেম্বর প্রশাসনের ১২৮ যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেয় সরকার।
×