ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুন্সীগঞ্জকে স্কাউটস জেলা ঘোষণা

প্রকাশিত: ০৭:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জকে স্কাউটস জেলা ঘোষণা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মানবসেবায় মূলমন্ত্র নিয়ে এগিয়ে যাওয়ায় নানা আয়োজনে শতভাগ স্কাউটস জেলা ঘোষণা করা হয়েছে। এই ঘোণাকে ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ। শুক্রবার বিকেলে বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। শহরের প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এ্যান্ড কলেজ মাঠে জাঁকজমক অনুষ্ঠানে জেলার শতভাগ স্কুল অংশগ্রহণে এই ঘোষণা দেয়া হয়। জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি সায়লা ফারজানার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির ভাষণ দেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, মুন্সীগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাঃ হারুন-অর-রশিদ প্রমুখ।
×