ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাকসু নির্বাচন দাবিতে বিতর্ক প্রতিযোগিতা

প্রকাশিত: ০৭:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৭

রাকসু নির্বাচন দাবিতে বিতর্ক প্রতিযোগিতা

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে বিতর্ক প্রতিযোগিতা ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ‘শিক্ষার্থীদের আন্দোলন মঞ্চ’র উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে রাকসু নির্বাচনে রাজনৈতিক দল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত বিতর্কের বিষয় ছিল এই সংসদ মনে করে রাকসু নির্বাচন ছাত্র নেতৃত্বকে নতুন মাত্রা দেবে। বিতর্কের পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশ নেয়। বিতর্কের বিচারক ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল মামুন। বিতর্ক শেষে পক্ষ দলকে জয়ী ঘোষণা করা হয়। পরে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তরের সঞ্চালনায় বিতর্কের বিষয়ের ওপর মুক্ত আলোচনায় অংশ নেয় শিক্ষার্থীরা। প্রসঙ্গত, রাকসু নির্বাচনের দাবিতে সাধারণ শিক্ষার্থী গত ১৩ ডিসেম্বর থেকে নানা কর্মসূচী পালন করে আসছে। লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
×