ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে উন্নয়ন অভীষ্ট অর্জনে কর্মশালা

প্রকাশিত: ০৭:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে উন্নয়ন অভীষ্ট অর্জনে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ ডিসেম্বর ॥ ‘টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, ব্যক্তি খাতে বিনিয়োগ পরিকল্পনা, উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন’ এমন প্রতিবাদ্য বিষয় নিয়ে শুক্রবার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো এক কর্মশালা। প্রধানমন্ত্রী কার্যালয়ের গবর্নেন্স ইনোভেশন ইউনিটি (জিআইইউ), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও ইউএনডিপি বাংলাদেশের আর্থিক সহায়তায় এবং বিভাগীয় কমিশনার সিলেটের তত্ত্বাবধানে আর হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং উপ-সচিব সফিউল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফজলুল জাহিদ পাভেলের সঞ্চালনায় সকাল ৯টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ডিসি হল রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনীষ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন, মন্ত্রী বিভাগ পরিষদের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।
×