ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই নিখোঁজরা ফিরছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই নিখোঁজরা ফিরছে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

বিডিনিউজ ॥ সাম্প্রতিক নিখোঁজ ব্যক্তিদের ফিরে আসার ঘটনায় পুলিশের কোন ভূমিকা দৃশ্যমান না হলেও এই কৃতিত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, ‘আমিতো বলব আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট ছিল বলেই এরা ফেরত আসছে। আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা বাহিনী এগুলো নিয়ে কাজ করছে।’ মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী এ বছর বিভিন্ন সময়ে ৫৫ জনের নিরুদ্দেশ হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে, তাদের মধ্যে ফিরে এসেছেন মাত্র দশ জন। যারা ফিরে এসেছেন, তাদের সবাই বলেছেন, অপহরণকারীরা তাদের কোন একটি ঘরে দীর্ঘদিন আটকে রেখেছে, নিয়মিত খাবার দিয়েছে এবং এক সময় কোন এক জায়গায় ছেড়ে দিয়ে গেছে। চোখ বাঁধা থাকায় অপহরণকারীদের তারা দেখতে পাননি। সিজার ফেরার পর শুক্রবার বিকেলে হাতিরঝিলে নৌকাবাইচ দেখতে আসা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করিনি। জিজ্ঞাসাবাদ করলেই আপনাদের জানাতে পারব- কীভাবে, কী কারণে তারা উধাও হয়েছিল।’ এসব নিখোঁজ হওয়ার ঘটনায় বারবার আইনশৃঙ্খলা বাহিনীর দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছে মানবাধিকার সংস্থাগুলো। আর সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরই তা অস্বীকার করে এসেছে। তবে সম্প্রতি পুলিশের জঙ্গীবাদবিরোধী কাজের ফিরিস্তি দিতে গিয়ে একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নিজেই স্বীকার করে নেন যে কাউকে কাউকে ধরার পর তথ্য জানতে তাদের কৌশল নিতে হয়; ধরার বিষয়টি বলতে পারেন না।
×