ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিএনপি মাটিতে পড়ে গেলেও হার মানতে রাজি না ॥ মেনন

প্রকাশিত: ০৭:২৬, ২৩ ডিসেম্বর ২০১৭

বিএনপি মাটিতে পড়ে গেলেও হার মানতে রাজি না ॥ মেনন

স্টাফ রিপোর্টার ॥ ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিএনপি মাটিতে পড়ে গেলেও হার মানতে রাজি না। এ কারণে রংপুর নির্বাচনে সূক্ষ্ম কারচুপির কথা বলছে। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলু ও অন্যান্য নেতার সঙ্গে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে আলোচনায় তিনি এসব কথা বলেন। মেনন বলেন, আসলে রংপুর নির্বাচন তাদের জন্য যেমন, তেমনি আমাদের সকলের জন্য একটি বড় শিক্ষা। আসলে তারা নির্বাচন থেকে পালিয়ে যেতে চায়। আর সে কারণেই সব ক্ষেত্রেই নীল নকশার অজুহাত তোলে। রংপুর নির্বাচনে ভোটাররা জয়ী হয়েছে। তারা নিজেরা পছন্দমতো ভোট দিতে পেরেছে। আগামী নির্বাচন সম্পর্কে জনগণ কী আশা করে সেটা বোঝা যায়। জনগণের এই আকাক্সক্ষাকে ভিত্তি ধরেই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। তাদের কাছে অতীতে বিএনপি-জামায়াত শাসনের দুর্নীতি-দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িকতার যে ভয়াবহ বিস্তৃতি হয়েছিল তা তুলে ধরতে হবে। গত এক দশকে উন্নয়নের ধারাবাহিকতার বিষয়টিও জনগণকে অবহিত করতে হবে। ওয়র্কার্স পার্টির সভাপতি বলেন, এ দেশের জনগণ ভোটকে উৎসব হিসেবে নেয়। তাদের সেই আকাক্সক্ষা অনুযায়ী এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।
×