ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোঃ মাসুদ খান;###;প্রধান শিক্ষক ;###;ডেমরা পাবলিক স্কুল এন্ড কলেজ;###;ডেমরা, ঢাকা।;###;[email protected]

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ জীববিজ্ঞান

প্রকাশিত: ০৬:৩৮, ২৩ ডিসেম্বর ২০১৭

এসএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয় ॥ জীববিজ্ঞান

অধ্যায় : ৫ ॥ খাদ্য, পুষ্টি এবং পরিপাক ৬০। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? উত্তর : ভিটামিন ডি ৬১। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়? উত্তর : ভিটামিন-বি১২ ৬২। গলগন্ড রোগ কয় প্রকার? উত্তর : ২ প্রকার ৬৩। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর : টক্সিক গলগন্ড ৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে? উত্তর : বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে। ৬৫। ১৫ কিলোক্যালরি = কত জুল? উত্তর : ৬২,৭০০ জুল ৬৬। খাদ্য গ্রহণে আমাদের শরীর কত শতাংশ শক্তি পায়? উত্তর : ১০-২০% ৬৭। আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বিএমআর নিয়ন্ত্রণ করে? উত্তর : ৬০-৭৫ ভাগ ৬৮। বিএমআর এর পূর্ণনাম কী? উত্তর : বেসাল মেটাবলিক রেট ৬৯। শিম এ কত কিলোক্যালরি শক্তি আছে? উত্তর : ৯৬ ৭০। মোটা হওয়ার প্রথম স্তরে বিএমআই এর মান কত? উত্তর : ৩০-৩৪.৯ ৭১। বিএমআই এর মান কত হলে সুস্বাস্থ্য নির্দেশ করে? উত্তর : ১৮.৫-২৪.৯ ৭২। বাণিজ্যিক রং কোন অঙ্গের কার্যকারিতা নষ্ট করে? উত্তর : যকৃৎ ৭৩। মানুষের ছেদন দাঁত কয়টি? উত্তর : ৪টি ৭৪। মানুষের স্থায়ী দাত কয় ধরনের? উত্তর : ৪ ৭৫। দুইজন মানুষের কয়টি প্রিমোলার দাঁত থাকে? উত্তর : ১৬টি ৭৬। দাঁতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল ৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর : ২টি ৭৮। ভিলাস কাকে বলে? উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে। ৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী? উত্তর : যকৃৎ ৮০। মইউরিক এসিড কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে ৮১। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে? উত্তর : ৩ জোড়া ৮২। যকৃৎ কয়টি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত? উত্তর : ৪টি ৮৩। যকৃতের উদ্বৃত্ত গ্লুকোজ কিরূপে সঞ্চয় করে রাখে? উত্তর : গ্লাইকোজেন রূপে ৮৪। কোন এনজাইম শে^তসার পরিপাকে অংশ নেয়? উত্তর : টায়ালিন ৮৫। যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদার্থ শোষণে সাহায্য করে? উত্তর : স্নেহ ৮৬। ইউরিয়া কোথায় তৈরি হয়? উত্তর যকৃতে ৮৭। অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে? উত্তর : লাইপেজ ৮৮। সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয়? উত্তর : আমাশয় ৮৯। বেরিয়াম এক্সরে এর মাধ্যমে কোন রোগ নির্ণয় করা যায়? উত্তর : গ্যাস্ট্রিক আলসার ৯০। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙ্গুলের মতো অংশটি কী? উত্তর : ভিলাই
×