ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুর্ব্যবহারের জন্য ঝন্টুর পরাজয় হয়েছে ॥ রাঙ্গা

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭

দুর্ব্যবহারের জন্য ঝন্টুর পরাজয় হয়েছে ॥ রাঙ্গা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বা শেখ হাসিনার পরাজয় নয় বরং দলীয় প্রার্থী ঝন্টুর পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। শুক্রবার বিকেলে জলঢাকা উপজেলায় মিল্ক ভিটার দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে সমন্বয়হীনতা ও দুর্ব্যবহার করার কারণে আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুর পরাজয় হয়েছে। এসময় তিনি বলেন, সরকার ও বিরোধী দলের মধ্যে ভাল সমন্বয় ও বোঝাপড়ার কারণে দেশটা এগিয়ে যাচ্ছে। মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, মিল্ক ইউনিয়নের ভাইস-চেয়ারম্যান এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু, মিল্ক ভিটার রাজশাহী বিভাগীয় পরিচালক আব্দুস সামাদ ফকির,রংপুর বিভাগীয় পরিচালক আব্দুলাহ আল হাদী, জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, জলঢাকা দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উপব্যবস্থাপক ডাঃ জাহিদুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আব্দুল কাদের বুলু চৌধুরী,সদস্য সচীব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জলঢাকার এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আড়াই হাজার লিটারের এই ফার্ম কুলারের মাধ্যমে স্থানীয় খামারীদের কাছ থেকে দুধ সংগ্রহ করে সংরক্ষণ করা হবে।
×