ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাকাতি ও চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশ এখনও অন্ধকারে

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ ডিসেম্বর ২০১৭

ডাকাতি ও চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশ এখনও অন্ধকারে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২২ ডিসেম্বর ॥ ডাকাতি শেষে একই পরিবারের তিন গৃহবধূসহ চার নারী ধর্ষণের ঘটনায় চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ এখনও অন্ধকারে রয়েছে। প্রকৃত আসামিদের ধরতে পুলিশ পুরোপুরি ব্যর্থ। চাঞ্চল্যকর এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ ডাকাতির মালামাল উদ্ধার কিংবা ঘটনার ক্লু উদঘাটন করতে পারেনি। শুক্রবার সকালে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ঘটনাস্থল পরিদর্শনে এসে ভিকটিমের পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেছেন। জানা গেছে, গত ১২ ডিসেম্বর কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার দুবাই প্রবাসীর ঘরে ডাকাতি শেষে অস্ত্রেরমুখে জিম্মী প্রবাসীর পরিবারের তিন গৃহবধূসহ চার নারীকে ধর্ষণ করে। পুলিশ শুরু থেকে ভিকটিমের পরিবারকে অসহযোগিতা করার খবর পেয়ে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি কর্ণফুলী থানা পুলিশকে কঠোরভাবে নির্দেশ দিলে পুলিশ দস্যুতা ও ধর্ষণের ঘটনায় এ দু’টি মামলা রেকর্ড করে। পুলিশ একটি ব্যানারের ছবির সূত্র ধরে আসামি মোঃ সুমন প্রকাশ আবুকে (৩২) শনাক্ত করে।পরে সে পুলিশের কাছে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। বর্তমানে সে জেল হাজতে রয়েছে। গ্রামবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ডাকাতি ও একই পরিবারে চার নারী ধর্ষণ নিয়ে যাতে কোন ধরনের রাজনীতি না হয়। এ ধরনের ঘটনা খুবই ন্যাক্কারজনক এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
×