ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ স্বজনদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৭

ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ স্বজনদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২২ ডিসেম্বর ॥ ভ্রাম্যমাণ আদালতের বন্ধ করে দেয়া শহরের ভায়নার মোড়ে অবস্থিত শারমিন ক্লিনিকে বৃহস্পতিবার রাতে ভুল চিকিৎসায় বীথি সরকার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার মাগুরা থানায় ক্লিনিক মালিক, চিকিৎসকসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, শহরের কেশব মোড় এলাকার বিষুপদ সরকারের মেয়ে বীথি সরকারকে বৃহস্পতিবার রাতে শারমিন ক্লিনিকে ভর্তি করা হয় । তাকে অপারেশন থিয়েটারে নিয়ে ইনজেকশন দিলে তার অবস্থার অবনতি হয়। বিষয়টি গোপন করে একঘণ্টা পর তাকে সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মৃত রোগীর স্বজনরা ক্লিনিকের সামনে বিক্ষোভ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে । এই সময় ক্লিনিক মালিক, চিকিৎসক ও কর্মচারীরা পালিয়ে যায়। মৃত প্রসূতির পিতা বিষুপদ সরকার বাদী হয়ে শুক্রবার ক্লিনিক মালিক শারমিন বেগম, চিকিৎসক এনামুল কবির ও ক্লিনিক কর্মচারী রাজুকে আসামি করে মাগুরা থানায় মামলা করলেও কেউ গ্রেফতার হয়নি । উল্লেখ্য, ভ্রাম্যমাণ আদালত সম্প্রতি অবৈধ শারমিন ক্লিনিকটিকে ৩০ হাজার জরিমানা করে বন্ধ করে দিয়েছিল।
×