ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে যুবককে কুপিয়ে খুন

প্রকাশিত: ০৬:৩৩, ২৩ ডিসেম্বর ২০১৭

সিলেটে যুবককে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক যুবককে কুপিয়ে হত্যা করেছে। তার নাম রুবেল আহমদ (২৫)। শুক্রবার সকাল ১০টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। স্থানীয় সূত্র জানায়, কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আব্দুল মতিনের ছেলে রুবেল আহমদ ভাড়ায় মোটরসাইকেল দিয়ে যাত্রী আনা নেয়া করত। নিহতের পরিবারের লোকজন ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে মোটরসাইকেল চালক রুবেল আহমদ দুই যাত্রীকে নিয়ে চতুল বাজারের উদ্দেশে যাত্রা করে। এরপর তার আর বাড়ি ফেরা হয়নি। শুক্রবার সকালে বাড়ির লোকজন রুবেল আহমদের কোন খোঁজখবর না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করেন। কিন্তু, সেটি বন্ধ পাওয়া যায়। পরে স্থানীয় পথচারীরা একই ইউনিয়নের বড়বন্দ ৩য় খ- গ্রামের করুণা দিঘীর কবরস্থানের পাশে জিন্স প্যান্ট পরিহিত এক যুবকের ক্ষতবিক্ষত রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে কানাইঘাট থানা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সচেতন মহলের ধারণা, যাত্রী বেশি ঘাতকরা রুবেল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে গেছে। নিহত যুবকের বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাত রয়েছে। মংলায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মংলা থেকে জানান, মাদকাসাক্ত স্বামীর হাতে লাইজু (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্বামী-স্ত্রীর অন্তকোন্দলের কারণে এ খুন হয়েছে বলে পুলিশ ধারণা করছে। মংলার সুন্দরবন ইউনিয়নের উত্তর বাজিকর খ-গ্রামে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। উত্তর বাজিকর খ-গ্রামের ঘের ব্যবসায়ী লাইজুর বাবা মনজরুল ইসলাম বলেন, ‘অনেক শখ করে মেয়েকে একই গ্রামের নিজাম মৃধার ছোট ছেলে মহিউদ্দিন মৃধার সঙ্গে ৩ বছর আগে বিয়ে দেন তিনি। তবে বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারেন তাদের আদরের জামাই মাদকাসক্ত মন্তব্য মনজুরুলের। এ নিয়ে মেয়েকে নিজ বাড়িতে ফিরিয়ে এনেছিলেন তিনি। কিন্তু স্থানীয় গণ্যমান্যের কথামত আবার লাইজুকে স্বামীর বাড়ি পাঠান তিনি। তবে এটাই কাল হলো লাইজুর আক্ষেপ করে বলেন বাবা মনজুরুল।তিনি বলেন, ‘লাইজু গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। শুক্রবার সকালে জামাই মেয়ের গ-োগোল শুনে দৌড়ে যান তিনি। দরজা খুলেই দেখেন মেয়ের গলাকাটা লাশ। মনজুরুল আরও অভিযোগ করে বলেন, ‘তার মেয়েকে ঘুম থেকে উঠে ধাতব অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করেছেন জামাই মহিউদ্দিন। নাটোরে শিশুর বস্তাবন্দী লাশ নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, গুরুদাসপুরে নিখোঁজের তিনদিন পর খাদিজা খাতুন নামের সাত বছরের এক শিশুর বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার বিলশা গ্রামের নিখোঁজ খাদিজার নিজ বাড়ির অদূরে একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত খাদিজা একই গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং বিলশা দাখিল মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা একই গ্রামের রশিদ ভক্তির ছেলে বাদল ভক্তি, তার স্ত্রী নাজমা বেগম ওরফে নাজু এবং নজরুল। তবে পুলিশ খাদিজার মৃত্যুর সঠিক কারণ জানাতে না পারলেও খাদিজা যৌন লালসার স্বীকার হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। জানা গেছে, খাদিজা প্রতিদিনের মতো গত বুধবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল। বিকেল তিনটা পর্যন্ত তাকে খেলা করতে দেখা গেছে। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে খাদিজার বাবা মনিরুল ইসলাম এলাকায় মাইকিং করেন। পাশাপাশি পরে শিশুটির চাচা মুরশিদ হোসেন এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শুক্রবার দুপুরে এলাকার লোকজন খাদিজার বাড়ির অদূরে একটি পুকুরপাড়ে একটি কাঠের পিড়া ও বস্তাবন্দী কিছু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রতিবেশী বাদল ভক্তি ও শহিদুল ভক্তির বাড়ি ভাংচুর করে। কলাপাড়ায় যুবক নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, পর্যটনপল্লী গঙ্গামতি ঝাউবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় মহিপুর থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ওসি জানান, উপুড় হওয়া অবস্থায় লাশটির গলায় পড়নের লুঙ্গিতে ফাঁস লাগানো রয়েছে।
×