ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাবির সিন্ডিকেট নির্বাচন ॥ আওয়ামী পন্থীদের জয়

প্রকাশিত: ০৬:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

শাবির সিন্ডিকেট নির্বাচন ॥ আওয়ামী পন্থীদের জয়

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল। নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’, ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ অংশগ্রহণ করে। আর বিএনপি-জামায়াতপন্থী একটি প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদশে জাতীয়তাবাদী ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকবৃন্দ’ অংশগ্রহণ করেছে। সিন্ডিকেটের দুইটি পদসহ একাডেমিক কাউন্সিলের চারটি পদের সবকটিতেই জয়লাভ করেছে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি প্যানেল। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও রেজিস্ট্রার মোঃ ইশফাকুল হোসেন। তিনি বলেন, সিন্ডিকেট নির্বাচনে ক্যাটাগরি-১ (অধ্যাপক বা সহযোগী অধ্যাপক) থেকে আওয়ামীপন্থী ‘মহান মুক্তিযুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেলের হয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড এনভার্নমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম নির্বাচিত হয়েছেন। আর ক্যাটাগরি-২ (যেকোন শিক্ষক) থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র প্যানেলের হয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ মস্তাবুর রহমান জয়লাভ করেছেন।
×