ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০৬:৩০, ২৩ ডিসেম্বর ২০১৭

আড়াইহাজারে এক রাতে ৩ বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া উত্তরপাড়া, কুঠিবাড়ী এবং দাসিরদিয়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় একই পরিবারের তিন সদস্য আহত হয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে জাঙ্গালিয়া উত্তরপাড়া এলাকায় ব্যবসায়ী সেলিম মিয়ার বাড়ির পাশে ১৫/২০ জনের একদল ডাকাত আগে থেকে ওঁৎ পেতে থাকে। এ সময় বাজার থেকে বাড়িতে প্রবেশ করা মাত্র ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের দরজা খুলতে বাধ্য করে এবং ২৫ হাজার টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও মালামাল লুটে নেয়। এর পর ডাকাত দল হানা দেয় কুঠিবাড়ী গ্রামের ইউনুছ আলীর বাড়িতে। ওই বাড়িতে কেঁচি গেটের তালা কেটে এবং দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়। ওই সময় বাড়ির লোকজন বাধা দিলে গৃহকর্তা ইউনুছ (৬৫), তার স্ত্রী আকলিমা বেগম (৫০) ও পুত্রবধূ আইরিন (২৫) কে ডাকাত দল পিটিয়ে ও কুপিয়ে জখম করে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর পর রাত ৩টার দিকে দাসিরদিয়া গ্রামের এসহাক মিয়ার বাড়িতে ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ৪টি মোবাইল সেট, ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও ৫ হাজার টাকা লুটে নেয়।
×