ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিলেটে পুলিশের ওপর হামলা ॥ ডাকাত নিহত

প্রকাশিত: ০৬:২৭, ২৩ ডিসেম্বর ২০১৭

সিলেটে পুলিশের ওপর হামলা ॥ ডাকাত নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কানাইঘাটে পুলিশের সঙ্গে ডাকাতদলের সংঘর্ষে এক ডাকাত নিহত হয়েছে। এতে চার পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আটজন। বৃহস্পতিবার রাতে কানাইঘাটের চরেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে চরেরপাড়া এলাকায় ডাকাত ধরতে অভিযানে যায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এক এসআইসহ চার পুলিশ সদস্য আহত হন। জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি চরিপাড়া গ্রামের মৃত আবু সিদ্দেকের পুত্র ডাকাত হাবিবুর রহমান উরফে হরু হুনাকে (৩২) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করতে রাত সাড়ে ৮টার দিকে তার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত হাবিবুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান, বিলাল আহমদ, চাচা জালাল উদ্দিন জয়াই ও তার ছেলে কামরুল ইসলাম ও পরিবারের মহিলা সদস্যরা একজোট হয়ে পুলিশের উপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে আসামি হাবিবুর রহমান পুলিশকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে হাবিবুর রহমান উরফে হরু হুনা নিহত হয়। আসামির পরিবারের সদস্যদের ধারালো অস্ত্রের হামলায় পুলিশের চার সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পুলিশের এসআই বশির আহমদ, এসআই আবু কাউসার, কনস্টেবল আব্দুর রাজ্জাক, কনস্টেবল পারভেজ আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে এসআই বশির আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা যায়। কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে সিটি কলেজের সামনে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে পুলিশ ওয়ান শ্যুটার গান, দু’টি পাইপগান, রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, শ্যুটারগানের গুলি, পাইপ গানের দুই রাউন্ড গুলি ও বেশ কিছু মোটা রশি উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশের চার সদস্য আহত হন। পুলিশ জানায়, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে গাছের সঙ্গে রশি বেঁধে একদল ডাকাত সড়ক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে ডিবি ও কুষ্টিয়া মডেল থানা পুলিশের যৌথ দল শুক্রবার ভোর ৪টার দিকে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের একপর্যায়ে টিকতে না পেরে ডাকাতদলের সদস্যরা পালিয়ে গেলেও একজন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×