ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্রাভোর বিরল ৪০০

প্রকাশিত: ০৬:১৫, ২৩ ডিসেম্বর ২০১৭

ব্রাভোর বিরল ৪০০

স্পোর্টস রিপোর্টার ॥ ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ক্লাব টি২০তে ৪০০ উইকেটের মাইলফলকে পা রেখেছেন ডোয়াইন ব্রাভো। অস্ট্রেলিয়ায় চলমান বিগব্যাশে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বিরল এ কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অলরাউন্ডার। ৩৬৪ ম্যাচে ১৭.৫ স্ট্রাইক রেটে এ পেসারের শিকার ৪০০ উইকেট। লাসিথ মালিঙ্গার স্ট্রাইক রেট (১৬.৪) ব্রাভোর চেয়ে ভাল হলেও উইকেট সংখ্যায় দ্বিতীয়। ২৪৮ ম্যাচে ৩৩১ উইকেট নিয়েছেন লঙ্কান এ পেসার। শীর্ষ পাঁচে এরপর বাকি তিনজনই স্পিনার। ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন (২৬২ ম্যাচে ১৯.৫ স্ট্রাইক রেটে ৩০৭ উইকেট), বাংলাদেশের সাকিব আল হাসান (২৫২ ম্যাচে ১৮.১ স্ট্রাইক রেটে ২৯২ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (২৬৫ ম্যাচে ১৯.৮ স্ট্রাইক রেটে ২৮৭ উইকেট)। ক্রিকেটের এই ক্ষুদ্রতম সংস্করণে উইকেট শিকার ‘ট্রিপল সেঞ্চুরি’র দেখা পেতে আর মাত্র ৮ উইকেট চাই টেস্ট এবং টি২০ শীর্ষ অলরাউন্ডার সাকিবের।
×