ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উইকেটের রেকর্ড নিয়ে অনাগ্রহ স্টেইনের!

প্রকাশিত: ০৬:১৩, ২৩ ডিসেম্বর ২০১৭

উইকেটের রেকর্ড নিয়ে অনাগ্রহ স্টেইনের!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তবে ইতোমধ্যে ইনজুরি কাটিয়ে এখন ফেরার প্রহর গুনছেন তিনি। এর আগেই স্টেইনকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। টেস্টে আর ৫ উইকেট নিতে পারলেই তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে সর্বকালের সেরা উইকেট শিকারি হবেন। সেটা বাস্তব হওয়াটা এখন সময়ের ব্যাপার। এ বিষয়ে যতই জল্পনা-কল্পনা হোক না কেন স্টেইন অবশ্য তেমন আগ্রহ বোধ করছেন না এটি নিয়ে আলোচনা করতে। আপাতত টেস্ট ক্রিকেটে ফিরে আসাটাই তার মূল লক্ষ্য। এবার বক্সিং ডে’তে ঐতিহাসিক একটি টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। প্রথমবারের মতো চারদিনের টেস্ট ম্যাচ হবে সেদিন পোর্ট এলিজাবেথে। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুইয়ে। চারদিনের এ দিবারাত্রির টেস্ট ম্যাচে প্রতিদিন খেলা হবে ৯৮ ওভার করে। এর আগে পরস্পরের মধ্যে প্রস্তুতি সারছে দলটি। বোল্যান্ড পার্কে ৩ দিনের দিবারাত্রির প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ দিয়ে আবার ফিরছেন ৩৪ বছর বয়সী প্রোটিয়া পেসার স্টেইন। তিনি প্রস্তুতি ম্যাচেও নেমেছেন। তবে তেমন সুবিধা করতে পারেননি প্রথমদিন। কোন উইকেট শিকার করতে না পারলেও অবশ্য যে ছন্দে বোলিং করেছেন তাতে সন্তুষ্ট স্টেইন। টেস্টে ৫ উইকেট দরকার আর দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বকালের সেরা বোলার হওয়ার জন্য। এখন পর্যন্ত ৪২১ উইকেট নিয়ে রেকর্ডটা ধরে রেখেছেন সাবেক পেসার শন পোলক। কিন্তু ৪১৭ উইকেট নিয়ে গত এক বছর ধরেই ক্রিকেটের বাইরে স্টেইন। গত নবেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় কাঁধের হাড়ে চিড় ধরার কারণে তিনি ছিটকে যান। সে সময় তাকে অস্ত্রোপচার করাতে হয় যা বছরের তৃতীয় সার্জারি ছিল। দক্ষিণ আফ্রিকার খেলা সর্বশেষ ২৫ টেস্টের মধ্যে মাত্র চারটি খেলতে পেরেছেন এ কারণে। কিন্তু আবার ফিরছেন এ স্পিডস্টার। একসময় টেস্ট র‌্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর এ বোলার বোল্যান্ড পার্কে তিনদিনের প্রস্তুতি ম্যাচের প্রথমদিন ১২ ওভার বোলিং করেন। জিম্বাবুইয়ে ১৯৬ রানে গুটিয়ে গেলেও তিনি কোন উইকেট পাননি। কিন্তু স্টেইন জানিয়েছেন তিনি ব্যথামুক্ত এবং পুরোপুরিই ফিট। কিন্তু নিজের সর্বোচ্চ গতিতে বোলিং করেননি এদিন। এরপরও টানা তিন ওভার মেডেন দিয়েছেন এবং মাত্র ১৬ রান দিয়েছেন। অনেকে মনে করছেন প্রস্তুতি ম্যাচ বলেই খুব বেশি মনোযোগ দিয়ে বোলিং করেননি স্টেইন। টেস্টের একাদশে থাকলে স্বরূপ নিয়ে আবির্ভূত হবেন এমনটাই মনে করছেন অনেকে। আর তখনই রেকর্ডটা হয়ে যাবে। এ বিষয়ে স্টেইন অবশ্য বললেন, ‘আমি এখনও দলের সবচেয়ে তরুণ খেলোয়াড়ের চেয়েও ফিট। এটা হয়েছে বছরজুড়ে নিজেকে নিয়ে কাজ করার কারণে এবং চেষ্টায়। আমি চেয়েছিলাম যতক্ষণ পর্যন্তু পুরোপুরি ভাল বোধ না করব ততক্ষণ পর্যন্ত খেলব না। যখনই আমি ইনজুরিতে পড়ি এবং সেখান থেকে ফেরার সময় কোন না কোন রেকর্ড নিয়ে আলোচনা হয়। এটা নিয়ে আমি বেশ বিরক্ত। তারচেয়ে আমি এখন শুধু খেলতে চাই। দেখা যাক কি ঘটে।’
×